বে ওভালে ব্যাটে-বলে বাংলাদেশের স্বপ্নের এক দিন

বে ওভালে ব্যাটে-বলে বাংলাদেশের স্বপ্নের এক দিন

২০২০ সালের ৬ ফেব্রুয়ারি, পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিউই যুবাদের ২১১ রান সহজেই টপকে যায় টাইগার যুবারা। সেঞ্চুরি করে দলের কাজ সহজ করেন তিনে নামা মাহমুদুল হাসান জয়। ২ বছর বাদে আবার নিউজিল্যান্ডের মুখোমুখি জয়, এবার জাতীয় দলের হয়ে।

নিজের ২য় টেস্ট হলেও নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়েগনারদের বিপক্ষে ওপেনিংয়ে নতুন বল সামলানোটা চাট্টিখানি কথা নয়। তবে জয় সামলালেন, সামলালেন কাইল জেমিসনের পেস, রাচিন রবীন্দ্র’র স্পিনও। মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে প্রমাণ দিলেন নিজের সক্ষমতার। অধিনায়ক মুমিনুল হক কেনো তাকে ভবিষ্যতের সুপারস্টার বলেছেন তাও কিছুটা স্পষ্ট হল।

২য় দিনে ২১১ বল মোকাবেলা করে ৭০ রান করে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। ৩৩.১৭ স্ট্রাইক রেটে রান করা জয় যে একেবারে সুযোগ দেননি তা না, নেইল ওয়েগনার রিভিউ নিলে সাজঘরে যেতে পারতেন ২০ রান করেই। তবে তা হয়নি, ভাগ্য কথা বলেছে সাহসী জয়ের পক্ষে। আর তাতেই বে ওভালে দারুণ এক দিন কেটেছে বাংলাদেশের।

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ইনিংসে এই প্রথম কোন বাংলাদেশি ওপেনার ২০০ বলের বেশি খেললেন। এর আগে সর্বোচ্চ ১৪৪ বল মোকাবেলা করেছিলেন জুনায়েদ সিদ্দিকী, ডানেডিনে ২০০৮ সালে। তিনবার ১০০+ বল খেলেছেন তামিম ইকবাল।

সব মিলে নিউজিল্যান্ডে এক ইনিংসে বল মোকাবেলার তালিকায় মাহমুদুল হাসান জয় আছেন ৪ নম্বরে (বাংলাদেশি ব্যাটার)। সুযোগ আছে কাল রিয়াদ, মুশফিক, সাকিবকে টপকে যাবার।

নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ বল খেলা বাংলাদেশি ব্যাটার-

১. সাকিব আল হাসান- ২৭৬, ওয়েলিংটন, ২০১৭
২. মুশফিকুর রহিম- ২৬০, ওয়েলিংটন, ২০১৭
৩. মাহমুদউল্লাহ রিয়াদ- ২২৯, হ্যামিল্টন, ২০১৯
৪. মাহমুদুল হাসান জয়- ২১১*, মাউন্ট মাউঙ্গানুই, ২০২২।

চারে নেমে দারুণ এক ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। ২২ রান করে সাদমান ইসলাম ফিরে যাবার পর মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন শান্ত। নেইল ওয়েগনারের দ্বিতীয় শিকার হবার আগে ১০৯ বলে ৭ চার ও ১ ছয়ে করেন ৬৪ রান। রাচিন রবীন্দ্রকে ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেছিলেন দুই টেস্ট সেঞ্চুরির মালিক শান্ত।

২ উইকেটে ১৭৫ রান করে ২য় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ৭০ রানে জয়, ৮ রান করে মুমিনুল হক অপরাজিত। বাংলাদেশ পিছিয়ে আছে ১৫৩ রানে।

এর আগে মাউন্ট মাউঙ্গানুইয়ে বল হাতে দ্বিতীয় দিনে কাজটা দারুণভাবে সারে বাংলাদেশের বোলাররা। ২৫৮ রানে ৫ উইকেট নিয়ে ১ম দিনের খেলা শেষ করা নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দেয় টাইগাররা।

বাংলাদেশের পক্ষে ৩ টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নেন মুমিনুল হক, ১ শিকার এবাদত হোসেনের।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):

নিউজিল্যান্ড ৩২৮/১০ (১০৮.১), ল্যাথাম ১, ইয়াং ৫২, কনওয়ে ১২২, টেইলর ৩১, নিকোলস ৭৫, ব্লান্ডেল ১১, রাচিন ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়েগনার ০, বোল্ট ৯*; শরিফুল ২৬-৭-৬৯-৩, এবাদত ১৮-৩-৭৫-১, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২

বাংলাদেশ ১৭৫/২ (৬৭), সাদমান ২২, জয় ৭০*, শান্ত ৬৪, মুমিনুল ৮*; ওয়েগনার ১৬-৫-২৭-২

বাংলাদেশ ১ম ইনিংসে ১৫৩ রানে পিছিয়ে।

৯৭ প্রতিবেদক

Read Previous

ব্যর্থতা কাটাতে কোহলিকে শচীনের যা অনুসরণ করতে বলছেন গাভাস্কার

Read Next

শরিফুলের সেট করা টিউনই কাজে লাগালেন মিরাজ

Total
0
Share