হার্শা ভোগলের বর্ষসেরা টেস্ট একাদশে দুই পাকিস্তানি

হার্শা ভোগলের বর্ষসেরা টেস্ট একাদশে দুই পাকিস্তানি
Vinkmag ad

এ বছরের (২০২১) ক্রিকেটীয় কার্যক্রমের উপর ভিত্তি করে ক্রিকেটে বহু অভিজ্ঞ ব্যক্তিত্ব টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা দল নির্বাচন করেছেন। ভারতের ক্রিকেট বিশ্লেষক ও বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলেও এ বছরের সেরা টেস্ট স্কোয়াড ঘোষণা করেছেন। তার দলে দুই পাকিস্তানি ক্রিকেটার ফাওয়াদ আলম ও শাহীন শাহ আফ্রিদিকে রেখেছেন।

ক্রিকবাজে সম্প্রতি এক ভিডিওতে জানান, শুধুমাত্র ২০২১ সালে সেরা পারফরম্যান্সের উপর ভিত্তি করে তিনি এ দল গঠন করেছেন।

‘এটা বিশ্বের সেরা খেলোয়াড়দের দল নয়,’ বলেন হার্শা।

হার্শা ভোগলের বেছে নেওয়া দলের ওপেনার রোহিত শর্মা ও দিমুথ করুণারত্নে। তিন নম্বরে নামবেন টেস্টের শীর্ষ ব্যাটার মারনাস লাবুশেইন, চারে দ্বিতীয় বাছাই ইংলিশ অধিনায়ক জো রুট।

৫ নম্বরে ব্যাটিংয়ের জন্য হার্শা রেখেছেন ফাওয়াদকে। জানান, এ বাহাতি স্বভাবতই এ দলে থাকার যোগ্য। ৫৭ গড়ে এ বছর ৫৭১ রান করেছেন ফাওয়াদ।

‘ঘরোয়াতে দীর্ঘ সময় ধরে রান করে আসছে ফাওয়াদ। যদিও জাতীয় দলে খুব একটা সুযোগ হয়নি তার। বর্তমানে দেখুন সে কীভাবে রান করছে। এ বছর ৩টি সেঞ্চুরি রয়েছে তার। ফাওয়াদের ব্যাটিং দেখাটা উপভোগ্য। টেস্ট ম্যাচের গুরুত্বপূর্ণ অবস্থানে তাকে রাখাটা শ্রেয়।’

উইকেটরক্ষক হিসাবে রিশাব পান্টকে পছন্দ হার্শার। পেস বোলিং অলরাউন্ডার হিসাবে আছেন জেসন হোল্ডার ও কাইল জেমিসন। দলে একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পেসার হিসাবে আনরিখ নরকিয়ার সঙ্গে আছেন শাহীন শাহ আফ্রিদি।

লাল বলের ক্রিকেটে শাহীন শাহ আফ্রিদিরও প্রশংসা করেছেন হার্শা। ১৭ গড়ে এ বছর ৪৭ উইকেট নিয়েছেন আফ্রিদি। এছাড়া এ বছর ২য় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।

‘দুর্দান্ত ফর্মে আছে শাহীন শাহ আফ্রিদি। নিয়ন্ত্রিত গতির পাশাপাশি চমৎকার সুইংয়ে দক্ষ এ বাহাতি।’

২০২১ সালে হার্শা ভোগলের নির্বাচিত টেস্ট দলঃ

রোহিত শর্মা (ভারত), দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), রিশাব পান্ট (ভারত), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান), আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা) এবং কাইল জেমিসন (নিউজিল্যান্ড)।

৯৭ ডেস্ক

Read Previous

ভিভ রিচার্ডসকেও ছাড়ানো হলনা জো রুটের

Read Next

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারঃ মনোনয়ন পেলেন যারা

Total
2
Share