আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: মনোনীত সাকিব

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: মনোনীত সাকিব
Vinkmag ad

২০২১ সাল জুড়ে পারফর্ম করা ক্রিকেটারদের পুরস্কৃত করবে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। আইসিসি অ্যাওয়ার্ডসে ১৩ টি ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে, সাথে ঘোষণা করা হবে ৫ টি টিম অব দ্য ইয়ার। এর মধ্যে একটি আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার। যেই ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার ইয়ানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টারলিং মনোনীত হয়েছেন।

২০২১ সালে ৯ টি ওয়ানডে খেলেছেন সাকিব আল হাসান। ২ ফিফটি করা সাকিব ৩৯.৫৭ গড়ে রান করেছেন ২৭৭। বল হাতেও সাকিব ছিলেন উজ্জ্বল, ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট।

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে ২০২১ এর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সিরিজ সেরা হন সাকিব। এর আগে ২০১৯ এর জুলাইয়ে শেষ ওয়ানডে খেললেও সাকিবের পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি। বাংলাদেশের ৩-০ ব্যবধানে জয়ে বড় অবদান সাকিবের ছিল, ১১৩ রানের সাথে ৬ উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সাকিব ঠিক সেভাবে জ্বলে উঠতে পারেননি। ৩ ম্যাচে মাত্র ১৯ রানের সাথে ৩ উইকেট। আবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই স্বরূপে ফেরেন সাকিব। ১৪৫ রান করার পাশাপাশি নেন ৮ উইকেট। জেতেন বছরে নিজের দ্বিতীয় সিরিজ সেরার পুরস্কার।

এই বছরে ওয়ানডে ফরম্যাটে দারুণ ছন্দে ছিলেন পাকিস্তান দলপতি বাবর আজম। যদিও দুইটি সিরিজে কেবল ৬ টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান, ছিল দুইটি সেঞ্চুরিও।

দক্ষিণ আফ্রিকার ইয়ানেমান মালান ওয়ানডে ফরম্যাটে দারুণ এক বছর কাটিয়েছেন। এই বছরে খেলা ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান করেন মালান। যার মধ্যে ২ টি করে সেঞ্চুরি ও ফিফটি ছিল। ২০২১ এ দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে রান মালানের।

২০২১ সালে ১৪ ম্যাচ খেলা পল স্টারলিং সর্বোচ্চ রানের মালিক। এই বছরে ৭৯.৬৬ গড়ে ৭০৫ রান করেছেন এই আইরিশ ওপেনার। তিনটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ২ টি ফিফটিও।

৯৭ প্রতিবেদক

Read Previous

শেষের ঝড়ে ভারতীয় যুবাদের বলার মত সংগ্রহ

Read Next

ক্রিকেট উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক বিসিবি

Total
13
Share