

সংযুক্ত আরব আমিরাতে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ যুবাদের এশিয়া কাপে ফাইনালে যাবার লড়াই লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনালে টাইগার যুবাদের প্রতিপক্ষ ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করা ভারতকে শুরুতে চেপে ধরলেও শেষের দিকে রান বিলিয়েছে রাকিবুল অ্যান্ড গং। ভারতীয়দের স্কোরবোর্ডে জমা পড়েছে ২৪৩ রান।
টসে জিতে আগে ভারতীয় যুবাদের ব্যাটিংয়ে পাঠান যুবা টাইগারদের অধিনায়ক রাকিবুল হাসান। ভারতীয় দুই ওপেনার আংক্রিশ রাঘুভানশি ও হারনর পান্নু শুরুটা করেন খুব সাবধানে। তাদের উইকেট বাচিয়ে রাখার চেষ্টা চলে ৭ ওভার পর্যন্ত।
তবে ৮ম ওভারের শেষ বলে এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ২৯ বলে ১৫ রান করা হারনরকে ফাহিমের ক্যাচ বানিয়ে ফেরান সাকিব।
আংক্রিশ রাঘুভানশি ছিলেন আরও খোলসবন্দী। ১৬ রান করতে ৪১ বল খেলেন তিনি। শেষ অব্দি আউট হন নাইমুর রহমান নয়নের বলে ঐ ফাহিমকেই ক্যাচ দিয়ে।
চারে নামা নিশান্ত সিন্ধুকেও চালিয়ে খেলতে দেয়নি টাইগার যুবারা। ১৫ বল খেলে ৫ রান করে আউট হন তিনি। নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান এসএম মেহেরব হাসান।
৬২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর দলকে উদ্ধার করার চেষ্টা করেন পাঁচে নামা অধিনায়ক ইয়াশ ধুল। শেখ রাশিদের সঙ্গে গড়েন ৪১ রানের জুটি। ২৯ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রান করা ধুলকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান আরিফুল ইসলাম।
রাজাঙ্গাড় বাওয়াকে নিয়ে অবশ্য দলকে এগিয়ে নেন শেখ রাশিদ। ২৩ রান করা বাওয়াকে সাজঘরের পথ দেখান রাকিবুল হাসান। রাকিবুল পরে ফেরান কুশল তাম্বে (৩) ও রাজবর্ধন হাঙ্গারগেকারকেও।
লেজের দিকের ব্যাটসম্যানরা দ্রুত রান তুলে ভারতের স্কোরবোর্ডে ২৫০ ছুঁইছুঁই স্কোর জমা করান। ভারতের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করে অপরাজিত থাকেন শেখ রাশিদ। তিনে নামা রাশিদ ১০৮ বল খেলে ৯০ রান করতে কেবল ৩ টি চার ও ১ টি ছয় মারেন।
সংক্ষিপ্ত স্কোর (১ ইনিংস শেষে):
ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৪৩/৮ (৫০), রাঘুভানশি ১৬, পান্নু ১৫, রাশিদ ৯০*, সিন্ধু ৫, ধুল ২৬, বাওয়া ২৩, তাম্বে ৩, যাদব ৮, রাজবর্ধন ১৬, ভিকি ২৮*; তানজিম ৯-০-৫১-১, নয়ন ৯-০-৩৬-১, রাকিবুল ১০-১-৪১-৩, মেহেরব ৬-০-৩৬-১, আরিফুল ৮-০-৩৭-১।