অভিষেকে রেকর্ড গড়া বোলিং, র‍্যাংকিং তালিকায় স্কট বোলান্ড

অভিষেকে রেকর্ড গড়া বোলিং, র‍্যাংকিং তালিকায় স্কট বোলান্ড
Vinkmag ad

অস্ট্রেলিয়ার পেসার স্কট বোলান্ড অভিষেক টেস্টেই বাজিমাত করে ঢুকে পড়েছেন আইসিসি টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে। বক্সিং ডে টেস্টে ম্যাচ জেতানো পারফরম্যান্স করে স্কট বোলান্ড এখন ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৭৪ নম্বরে।

মেলবোর্নে আড়াই দিনের কম সময়ে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। যেখানে ২য় ইনিংসে ৭ রান খরচে ৬ উইকেট নেন স্কট বোলান্ড। ৩২ বছর বয়সী বোলান্ড মাত্র ৪ ওভার বল করে রেকর্ড গড়া বোলিং ফিগারের দেখা পান। মাত্র ১৯ বলে পূর্ণ করেন ৫ উইকেট, যা স্টুয়ার্ট ব্রড ওপ এর্নি তোশাকের সাথে যৌথভাবে রেকর্ড।

১ম ইনিংসে ৩ উইকেট নেওয়া অজি দলপতি প্যাট কামিন্স এখনও ৯০০ এর বেশি রেটিং পয়েন্ট ধরে রেখেছেন। ৪ উইকেট নেওয়া জিমি অ্যান্ডারসন ৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে।

ব্যাটারদের ক্যাটাগরিতে মারনাস লাবুশেইন শীর্ষস্থান ধরে রেখেছেন। এক ধাপ পিছিয়ে ৪ নম্বরে নেমেছেন স্টিভ স্মিথ। এটি ২০১৫ ডিসেম্বরের পর তার সর্বনিম্ন র‍্যাংকিং অবস্থান।

অলরাউন্ডারদের তালিকায় বেন স্টোকসকে ৬ এ নামিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন মিচেল স্টার্ক।

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ব্যাটারদের র‍্যাংকিং (সেরা ১০)-

১. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৯১৫
২. জো রুট (ইংল্যান্ড)- ৯০০
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮৭৯
৪. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৭৭
৫. রোহিত শর্মা (ভারত)- ৭৯৭

৬. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭৮০
৭. ভিরাট কোহলি (ভারত)- ৭৫৬
৮. দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা)- ৭৫৪
৯. বাবর আজম (পাকিস্তান)- ৭৫০
১০. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)- ৭৩১

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বোলারদের র‍্যাংকিং (সেরা ১০)-

১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০২
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৮৩
৩. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৮২২
৪. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮১৪
৫. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৮১৩

৬. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৮০২
৭. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৭৯৮
৮. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৭৯৪
৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৭৮
১০. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)- ৭৬৪

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী অলরাউন্ডারদের র‍্যাংকিং (সেরা ৫)-

১. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৮২
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৬০
৩. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৪৬
৪. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৩৮
৫. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৩২১।

৯৭ ডেস্ক

Read Previous

বিপিএলে ঢাকার মালিকানায় বিসিবি, অস্বস্তিতে অন্য ফ্র‍্যাঞ্চাইজি

Read Next

বিপিএলে তারকা বহুল দলে রুবেল, অনুভূতি জানতে চাওয়ায় করেছেন পাল্টা প্রশ্ন

Total
4
Share