

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে। ২০২২ এর জানুয়ারিতে ৩ টি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কাতে যাবে জিম্বাবুয়ে।
বিবৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
১০ জানুয়ারি শ্রীলঙ্কা পৌছাবে জিম্বাবুয়ে দল।
৩ টি ম্যাচই অনুষ্ঠিত হবে বায়ো সিকিউর বাবলে। ম্যাচ তিনটি হবে ক্যান্ডির পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
The Zimbabwe National Team will tour Sri Lanka during January 2022 to take part in a 03 Match ODI Series.
The Matches will be played at the Pallekele International Cricket Stadium, Kandy, under a Bio-Secure Bubble – FIXTURE: https://t.co/fyaJWCGIG7 #SLvZIM
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) December 28, 2021
জিম্বাবুয়ের শ্রীলঙ্কা সফরের সূচিঃ
১ম ওয়ানডে- ১৬ জানুয়ারি, ২০২২- পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি
২য় ওয়ানডে- ১৮ জানুয়ারি, ২০২২- পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি
৩য় ওয়ানডে- ২১ জানুয়ারি, ২০২২- পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি।