

বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০২১-২২ এর তৃতীয় রাউন্ডে ইসলামী ব্যাংক ইস্ট জোনকে বড় ব্যবধানে হারাল বিসিবি নর্থ জোন। ৩ দিনেই ইস্ট জোনকে হারিয়ে দিল নর্থ জোন। ২য় ইনিংসে ৮ উইকেট নিয়ে নর্থ জোনের জয়ের নায়ক সানজামুল ইসলাম।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ১ম ইনিংসে ইসলামী ব্যাংক ইস্ট জোনকে ১৬৬ রানে গুটিয়ে দেয় নর্থ জোন। সেই ইনিংসে ৩ উইকেট পেয়েছিলেন সানজামুল, ৫ টি শিকার ছিল শফিকুল ইসলামের।
দ্বিতীয় ইনিংসে অবশ্য শফিকুলদের ২ এর বেশি উইকেট পাবার সুযোগ রাখেননি সানজামুল, একাই নিয়েছেন ৮ উইকেট।
সানজামুলের স্পিন বিষে নীল হয়ে ২৫৪ তে গুটিয়ে যায় ইমরুল কায়েসের দল। ইস্ট জোনের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে নাইম হাসানের ব্যাটে।
এর আগে নিজেদের ১ম ইনিংসে তানজিদ হাসান তামিমের ৯১ এ ভর করে ৩১০ রান করেছিল নর্থ জোন। জয়ের জন্য তাই শেষ ইনিংসে ১১০ রান করতে হত নর্থ জোনকে।
২৮ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মার্শাল আইয়ুবের দল। ম্যাচসেরা হন সানজামুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইসলামী ব্যাংক ইস্ট জোন ১৬৬/১০ ও ২৫৪/১০ (৫১), ইমরুল ২৩, আশরাফুল ১৮, শামসুর ১৮, দিপু ২৭, আফিফ ৩৫, মাহমুদুল ৮, প্রীতম ৩৩, নাইম ৪৫, তানভীর ৩০*, ইফরান ১২, পায়েল ০; সানজামুল ২০-২-৯৮-৮, শফিকুল ১৫-৫-৫৮-২
বিসিবি নর্থ জোন ৩১০/১০ ও ১১১/৪ (২৮), তামিম ১৯, জুনায়েদ ৩৮, তানবীর ৭, নাইম ২৮, মার্শাল ১২*, অঙ্কন ৫*; নাইম ১০-১-৪০-১, তানভীর ৮-১-৩৫-২, আফিফ ৪-০-৯-১
ফলাফলঃ বিসিবি নর্থ জোন ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরাঃ সানজামুল ইসলাম (বিসিবি নর্থ জোন)।