সেঞ্চুরি দিয়েই সৌম্য-শুভাগতকে জবাব দিল তৌহিদ-অমিত

সেঞ্চুরি দিয়েই সৌম্য-শুভাগতকে জবাব দিল তৌহিদ-অমিত
Vinkmag ad

ওয়ালটন সেন্ট্রাল জোনের সৌম্য সরকার ও শুভাগত হোমের জোড়া সেঞ্চুরির জবাব তৌহিদ হৃদয় ও অমিত হাসানের জোড়া সেঞ্চুরি দিয়ে দিচ্ছে বিসিবি সাউথ জোন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসে তোলা ৪৮১ রানের বিপরীতে ৫ উইকেটে ৩৮১ রান তুলে তৃতীয় দিন শেষ করলো বিসিবি সাউথ জোন।

ওয়ালটন সেন্ট্রাল জোনকে আগেরদিন অল আউট করে, নিজেরা ১ উইকেটে ৯২ রান তুলেছিলো সাউথ জোন। পিনাক ঘোষ ৬৭ ও অমিত হাসান অপরাজিত ছিলেন ২৫ রানে।

আজ তৃতীয় দিন অবশ্য বেশিক্ষণ টিকেননি পিনাক। ১১৬ বলে ১২ চারে ৭৪ রান করে আউট হন শুভাগত হোমের বলে আবু হায়দার রনিকে ক্যাচ দিয়ে। ভাঙে আমিতের সাথে তার ১০৮ রানের জুটি।

পিনাকের বিদায়ের পর তৌহিদ হৃদয়কে নিয়ে ২০১ রানের জুটি অমিতের। সেঞ্চুরির দেখা পান দুজনেই। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পর দারুণ ফর্মে আছেন অমিত, বিসিবি নর্থ জোনের বিপক্ষে আগের ম্যাচেও হাঁকান সেঞ্চুরি।

অমিত টেস্ট মেজাজে খেললেও আগের ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকানো তৌহিদ ছিলেন অনেকটা ওয়ানডে মেজাজে। ৬১ বলে ফিফটি ছুঁয়ে ১২২ বলেই সেঞ্চুরি ছুঁয়েছেন এই ডানহাতি। প্রায় ৪ ঘন্টা ক্রিজে কাটিয়ে শেষ পর্যন্ত থামেন ১৫৫ বলে ১৩ চার ৪ ছক্কায় ১২২ রান করে।

অন্যদিকে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে টানা ৩ চার হাঁকিয়ে ১০০ বলে ফিফটি তোলেন অমিত, তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ২৫৪ বলে। যা তার ১৩ তম (চলমান) প্রথম শ্রেণি ম্যাচে ৫ম সেঞ্চুরি। পরপর দুই বলে ফেরেন তৌহিদ-অমিত, ভাঙে দুজনের ২০১ রানের জুটিও।

হাসান মুরাদের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে অমিতের ইনিংসের ইতি ঘটে ২৭৫ বলে ১৭ চারে ১১৭ রানে।

তৌহিদ-অমিতের বিদায়ের পর নাহিদুল ইসলামকে (১৮) নিয়ে ৫১ রানের জুটি যাকির হাসানের। তবে এ দফায় নাহিদকেও ফেরান বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

শেষ পর্যন্ত দিনের খেলা শেষ হওয়ার আগে অধিনায়ক ফরহাদ রেজাকে নিয়ে অবিচ্ছেদ্য আছেন জাকির। জাকির ৩৬ ও ফরহাদ ১২ রানে অপরাজিত আছেন। ৫ উইকেটে ৩৮১ রান তোলা বিসিবি সাউথ জোন এখনো পিছিয়ে আছে ১০০ রানে।

৯৭ প্রতিবেদক

Read Previous

আকরামের চেয়ারে বসা জালাল শোনালেন ‘এ’ দল নিয়ে আশার বাণী

Read Next

সানজামুলের ‘৮’, ৩ দিনেই হারল ইস্ট জোন

Total
1
Share