

২ টি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডে রওয়ানা করেছিল মুমিনুল হকের দল। কোয়ারেন্টাইনের ঝক্কি-ঝামেলা শেষে মাঠে অনুশীলনের সুযোগ পাওয়া বাংলাদেশ দল আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামে। বৃষ্টির বাগড়ার দিনে বল হাতে দাপট দেখিয়েছেন তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহিরা।
মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভাল ২ এ আজ আগে নিউজিল্যান্ড একাদশকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ইনজুরি ধাক্কা কাটিয়ে এদিন মাঠে ফেরেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে, তবে ফেরাটা স্বস্তির হয়নি।
দেরিতে শুরু হুওয়া খেলায় উইকেট নিতে দেরি করেনি সফুরকারীরা। ৬ষ্ঠ ওভারের ২য় বলেই লুক জার্গেসনকে সাজঘরের পথ দেখান আবু জায়েদ রাহি। মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফেরান ৬ রান করা জার্গেসনকে।
এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে থাকা ডেভন কনওয়েকে এক বল পরেই ফেরান রাহি। উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে সিলভার ডাকের স্বাদ পান কনওয়ে।
উইকেট পাবার মিছিলে তাসকিন আহমেদ যোগ দেন দ্রুতই। পরবর্তী ওভারের ২য় বলেই ফেরান ১ রান করা ওপেনার জ্যাকব কামিং, লিটন দাস নেন আরও এক ক্যাচ।
৯.২ ওভারে নিউজিল্যান্ডের রান যখন ১৪/৩ তখন বৃষ্টি নামে, দেওয়া হয় লাঞ্চ বিরতি। লাঞ্চের পর জ্যাক বয়েল (২০) ও মিচ রেনউইক চেষ্টা করেন প্রতিরোধের। তবে এই দুজনের জুটিতে আসে কেবল ৩০ রান। ২০ রান করা বয়েলকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন তাসকিন আহমেদ। এদফাতেও ক্যাচ নেন লিটন দাস।
লিটন দাসের ক্যাচ নেবার গল্প এখানেই শেষ নয়। রেনউইকের (১৮) ক্যাচ নিয়ে ৪র্থ বার ক্যাচ নেবার আনন্দে মাতেন এই টাইগার উইকেটরক্ষক ব্যাটার, রাহি পান নিজের ৩য় উইকেট।
বৃষ্টি বাগড়ায় দিনে খেলা হয় কেবল ২৭.৩ ওভার। যেখানে ৫ উইকেট হারিয়ে ৭১ রান করেছে নিউজিল্যান্ড একাদশ।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):
নিউজিল্যান্ড একাদশ ৭১/৫ (২৭.৩), জার্গেসন ৬, কামিং ১, কনওয়ে ০, বয়েল ২০, রেনউইক ১৮, ভুলা ২১*, আভে ৪*; তাসকিন ৮.৩-৫-২৬-২, রাহি ৯-১-২৭-৩।