

বঙ্গবন্ধু বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) ২০২১-২২ এর ৩য় রাউন্ডে ইস্ট জোনের বিপক্ষে চালকের আসনে আছে নর্থ জোন। ১ম ইনিংসে ইস্ট জোনের ১৬৬ রানের জবাবে নর্থ জোন তাদের ১ম ইনিংসে ৩১০ রান করে। জবাবে ২য় ইনিংসে বিনা উইকেটে ১৭ রান নিয়ে ২য় দিন শেষ করে ইস্ট জোন। আশরাফুল ১৪ ও ইমরুল কায়েস ১ রানে অপরাজিত আছেন। এখনও ১২৭ রানে পিছিয়ে আছে তারা।
বিনা উইকেটে ৭১ রানে দিন শুরু করেছিল নর্থ জোন। শুরুতে জুনায়েদ সিদ্দিকী ৩৭ রানে বিদায় নেন। কিন্তু অপর ওপেনার তামজিদ হাসান তামিম অর্ধশতকের দেখা পান। তবে সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে তিনি আউট হয়ে যান। ২০৬ বলের ইনিংসে ছিল ১৪টি চারের মার।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কন (৪৮) ও শরিফুল্লাহর (৪৯) ব্যাটে চড়ে ৩০০ রানের গণ্ডি পার করে নর্থ জোন। এছাড়া শফিকুল ইসলাম ২৩ রান করেন।
ইস্ট জোনের হয়ে ইরফান হোসেন ৫টি, তানভীর ইসলাম ৩টি ও নাইম হাসান ২টি উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইস্ট জোনঃ ১৬৬/১০ এবং ১৭/০ (৫), ইমরুল ১*, আশরাফুল ১০*
নর্থ জোনঃ ৩১০/১০ (১০১.১), তামজিদ ৯১, জুনায়েদ ৩৭, তানভির ২, নাইম ৯, আইয়ুব ৯, অঙ্কন ৪৮, শরিফুল্লাহ ৪৯, সানজামুল ১৪, শফিকুল ২৩, তারেক ১০, নোমান ১*; নাইম ৩২-৭-১০০-২, ইরফান ২১.১-৪-৫৬-৫, তানভীর ৩২-৪-৮৭-৩