

সৌম্য সরকার ও শুভাগত হোমের সেঞ্চুরিতে বিসিএল (বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগ) ২০২১-২২ এর ৩য় রাউন্ডে সাউথ জোনের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় আছে সেন্ট্রাল জোন। টেস্টের ২য় দিনে সেন্ট্রাল জোন ১ম ইনিংস শেষে ৪৮১ রান করে। জবাবে দিন শেষে ১ উইকেটে ৯২ রান করে সাউথ জোন। এখনও ৩৮৯ রানে পিছিয়ে আছে তারা।
১ম দিন শেষে ৪ উইকেটে ২৯৩ রান ছিল সেন্ট্রাল জোনের। সৌম্য ১২৮ রান ও শুভাগত ৬২ রানে দিন শুরু করেন। সৌম্য আর ২২ রান যোগ করে বিদায় নেন। দুজনের মধ্যকার ১৯৩ রানের জুটির সমাপ্তি ঘটে। সৌম্য ১৫০ রানের ইনিংসে ছিল ১২ চার ও ৩ ছয়।
এরপর বাকিটা সময় একাই লড়ে যান শুভাগত। সেঞ্চুরির পরও ইনিংস লম্বা করেন তিনি। সৌম্যর মত ১৫০ পেরুনোর পর তিনিও আউট হয়ে যান। তার ইনিংসে ছিল ১৮টি চারের মার। নাজমুল ইসলামের ২৫ রানের সুবাদে ৪৮১ পর্যন্ত যেতে সক্ষম হয় সেন্ট্রাল জোন। এছাড়া সেন্ট্রালের হয়ে আগেরদিন হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সালমান হোসেন (৭০)।
সাউথ জোনের রিশাদ হোসেন ৫টি এবং নাসুম আহমেদ ২টি উইকেট পান।
জবাবে পিনাক ঘোষের হাফ সেঞ্চুরিতে ১ উইকেটে ৯২ রানে দিন শেষ করে সাউথ জোন। পিনাক ৬৭ ও অমিত হাসান ২৫ রানে অপরাজিত আছেন। একমাত্র উইকেট যায় এনামুল হক বিজয়ের (০)। উইকেটটি পান সেন্ট্রালের নাজমুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
সেন্ট্রাল জোনঃ ৪৮১/১০ (১৪৭.৫), মিজানুর ৭, মিথুন ১২, সৌম্য ১৫০, সালমান ৭০, তাইবুর ২, শুভাগত ১৫২, জাকের ২৪, আবু হায়দার ২, নাজমুল ২৫, মুরাদ ১৬, মুকিদুল ২*; নাসুম ৪৮-৯-১৪১-২, সুমন ১৪-২-৬৬-০, ফরহাদ ৫-১-১৬-০, নাহিদুল ৪০-৬-৯৬-১, রিশাদ ৩৪.৫-৪-১২৯-৫, জিয়াউর ৬-১-২০-১
সাউথ জোনঃ ৯২/১ (৩০), পিনাক ৬৭*, বিজয় ০, অমিত ২৫*; নাজমুল ৬-২-১৭-১