
আগামী মাসের ২১ তারিখ শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর খেলা। এর আগে আজ ৬ দলের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। রাজধানীর এক পাঁচতারকা হোটেলে দলগুলো স্কোয়াড চূড়ান্ত করেছে।
একদিন আগ অব্দিও চূড়ান্ত ছিল না ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা। শেষ মুহূর্তে রুপা ও মার্ন গ্রুপ গ্যারান্টি মানি নির্ধারিত সময়ে না দিতে পারায় বিসিবি নিজেই এই দলের দায়িত্ব নিয়ে প্লেয়ার্স ড্রাফটে আসে।
প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে চমক দেয় ঢাকা ই। আগের রাতে মাহমুদউল্লাহ রিয়াদকে ডিরেক্ট সাইন করে টেবিল গেমে তাকেই মুখ্য চরিত্র করে ঢাকা। যেখানে ছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, ক্রিকেট অপারেশন্সে কর্মরত শাহরিয়ার নাফিস। শুরুতেই তামিম ইকবালকে দলে টানে তারা, পরে টেবিল গেমে দেখা যায় টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ককেও।
ঢাকাতে তারার ঢল তাতেই থামেনি, এ ক্যাটাগরিতে থাকা মাশরাফি বিন মর্তুজাও ঢাকা দলের অংশ হন। বিদেশীদের মধ্যে ইসুরু উদানা, নাজিবউল্লাহ জাদরান, কায়েস আহমেদ ছিলেন ডিরেক্ট সাইনিং। পরে ঢাকা নেয় মোহাম্মদ শেহজাদ ও ফজলে হক ফারুকিকেও।
সিলেট সানরাইজার্স ঠিক তারকাদের পিছে ছোটেনি। আগেই তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রামদের দলে ভেড়ানো সিলেট এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুনদের মত ক্রিকেটারদের দলে ভেড়ায়।
খুলনা টাইগার্স প্লেয়ার্স ড্রাফট থেকে শুরুতেই নেয় সৌম্য সরকার ও শেখ মেহেদী হাসানকে। লঙ্কান সেকুগে প্রসন্ন, জিম্বাবুয়ের সিকান্দার রাজাদেরও দলে টানে তারা। এছাড়া খুলনা দলে পরিচিত নাম বলতে দুই রাব্বি (ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও কামরুল ইসলাম রাব্বি)।
আগেই সাকিব আল হাসানকে সরাসরি দলে নেওয়া ফরচুন বরিশাল আজ ড্রাফটের আগেই চমকে দেয়। তারা জানায় ক্রিস গেইলকে দলে সরাসরি যুক্ত করেছে তারা। নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়দের মত ক্রিকেটারদের দলে টেনেছে তারা, গড়েছে শক্ত এক স্কোয়াড।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ৩ বিদেশী রিক্রুট (ফাফ ডু প্লেসিস, মইন আলি ও সুনীল নারাইন) এর যুক্ত হবার খবর জানা গেলেও প্লেয়ার্স ড্রাফটের শেষ প্রান্তে এসে তা চূড়ান্ত করে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়দের নিয়ে শক্ত স্কোয়াডই গড়েছে কুমিল্লা, ডিরেক্ট সাইনিং মুস্তাফিজুর রহমান তো আছেনই।
মূলত তরুণদের নিয়ে দল গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আফিফ হোসেন ধ্রুব, আকবর আলি, শামীম হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধদের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমানরা।
একনজরে দেখে নিই ৬ দলের চূড়ান্ত স্কোয়াড-
সিলেট সানরাইজার্স-
তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, সিরাজ আহমেদ, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয়, সানজামুল ইসলাম।
ঢাকা-
মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, নাজিবউল্লাহ জাদরান, কায়েস আহমেদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম, মোহাম্মদ শেহজাদ, ফজলে হক ফারুকি, নাইম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন।
খুলনা টাইগার্স-
মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকশে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক, নাবিল সামাদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-
মুস্তাফিজুর রহমান, সুনীল নারাইন, মইন আলি, ফাফ ডু প্লেসিস, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশান থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান।
ফরচুন বরিশাল-
সাকিব আল হাসান, মুজিব উর রহমান, ধানুশকা গুনাথিলাকা, ক্রিস গেইল, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে রাব্বি, ওবেদ ম্যাকয়, আলঝারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলি, নিরোশান ডিকওয়েলা, নাইম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-
নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন, মুকিদুল ইসলাম, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, রেজাউর রহমান, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, নাইম ইসলাম।