এবারের বিপিএলে ঢাকায় মাহমুদউল্লাহ

এবারের বিপিএলে ঢাকায় মাহমুদউল্লাহ
Vinkmag ad

আর কিছুক্ষণ পরেই শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর প্লেয়ার্স ড্রাফট। এর আগে অবশ্য দলগুলো সরাসরি সাইনিংয়ে দলে টেনেছে ক্রিকেটারদের। মালিকানা নিয়ে জটিলতা থাকলেও ঢাকা দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) জানিয়েছে ডিরেক্ট সাইনিংয়ে কারা পেয়েছেন দল।

লোকাল ‘এ’ ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকেই কেবল সরাসরি দলে টেনেছে ঢাকা। যদিও সর্বোচ্চ ৩ জন বিদেশী ক্রিকেটার তারা দলে টানতে পারত চাইলে।

দেশী ক্রিকেটারদের মধ্যে লোকাল ‘এ’ ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিমকে সরাসরি দলে টেনেছে খুলনা। চট্টগ্রাম দলে টেনেছে লোকাল ‘বি’ ক্যাটাগরিতে থাকা স্পিনার নাসুম আহমেদকে। লোকাল ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান আছেন বরিশালে। একই ক্যাটাগরির মুস্তাফিজুর রহমান আছেন কুমিল্লাতে। সিলেট দলে টেনেছে তাসকিন আহমেদকে।

লোকাল ‘এ’ ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল খান ও মাশরাফি বিন মর্তুজা সরাসরি কোন দলে ভেড়েননি। তারা দল পাবেন ড্রাফট থেকে।

উল্লেখ্য, এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের প্রাইস ক্যাপ ৭০ লাখ টাকা, বি ক্যাটাগরিতে ৩৫ লাখ টাকা, সি ক্যাটাগরিতে ২৫ লাখ টাকা, ডি তে ১৮ লাখ টাকা, ই তে ১২ লাখ টাকা ও এফ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা।

৯৭ প্রতিবেদক

Read Previous

খুলনাতে মুশফিক, ডিরেক্ট সাইনিংয়ে দুই লঙ্কান, এক আফগান

Read Next

বিপিএল ২০২২- ড্রাফট শেষে যেমন হল ৬ দল

Total
17
Share