

আসছে বিপিএলের নতুন মৌসুম। ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলে গেলেও আগের ঠিকানা সিলেটেই যুক্ত হলেন স্পিডস্টার তাসকিন আহমেদ। সিলেট সানরাইজার্স নামে ২০২২ বিপিএলে খেলবে সিলেট বিভাগের দলটি। প্লেয়ার্স ড্রাফটের আগে তারা দেশী কোটায় ডিরেক্ট সাইন করিয়েছে পেসার তাসকিনকে।
আগামী জানুয়ারির ২১ তারিখে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন সংস্করণের। আগামীকাল (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিপিএল ২০২২ এর প্লেয়ার্স ড্রাফট। এর আগেই দল গোছানোর কাজ সারছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
অন্য ফ্র্যাঞ্চাইজির মতো সিলেট সানরাইজার্সও শুরু করেছে তাঁদের দল গোছানো। বাংলাদেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদকে দেশী কোটায় ডিরেক্ট সাইন করিয়েছে দলটি।
সিলেট সানরাইজার্সের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় তাসকিন আহমেদ জানালেন নিজের উচ্ছ্বাসের কথা,
‘এই সিজনের বিপিএলে আমি সিলেট সানরাইজার্সের হয়ে খেলতে যাচ্ছি ইন শা আল্লাহ্। আপনার আমাকে এবং সিলেট দলকে সাপোর্ট করবেন। আমরা যেন দলগতভাবে ভালো খেলতে পারি এবং ফাইনালে যেন যেতে পারি।’