

আগামী মাসের ২১ তারিখে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নয়া আসরের। যেখানে অনেক পুরাতন ফ্র্যাঞ্চাইজি না থাকলেও আছে বিপিএল ইতিহাসের অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসন্ন আসরের জন্য দল গোছানোর কাজ দারুণভাবেই সারছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামীকাল (২৭ ডিসেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে হবে বিপিএল ২০২২ এর প্লেয়ার্স ড্রাফট। তার আগে দল গোছানোর কাজ এগিয়ে রেখেছে নাফিসা কামালের মালিকানাধীন দলটি।
প্লেয়ার্স ড্রাফটের আগে একজন দেশী ক্রিকেটার ও সর্বোচ্চ ৩ জন বিদেশী ক্রিকেটারকে ডিরেক্ট সাইন করার সুযোগ ছিল দলগুলোর। কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই সুযোগ নিয়েছে দারুণভাবেই।
কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানকে দেশী কোটায় ডিরেক্ট সাইন করার পর তিন বিদেশী ক্রিকেটারও নিয়েছে দলটি।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে সুপরিচিত সুনীল নারাইনকে দলে টেনেছে দলটি। ওয়েস্ট ইন্ডিজের এই বৈচিত্র্যময় স্পিনার ছাড়াও দক্ষিণ আফ্রিকার সাবেক সুপারস্টার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস ও ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলিকে দলে টেনেছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিশিয়াল পেইজ থেকে এই তথ্য নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এর আগে সুনীল নারাইন কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরের অংশ ছিলেন। তবে ফাফ ডু প্লেসিস ও মইন আলি খেলবেন এবারই প্রথম।