বিপিএলের টিভি স্বত্ব কিনেছে দুই চ্যানেল, বাড়তে পারে মাঠের দর্শকও

রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন বঙ্গবন্ধু বিপিএল

বিপিএলের এবারের আসর দুয়ারে কড়া নাড়ছে। আগামীকাল (২৭ ডিসেম্বর) বসতে যাচ্ছে প্লেয়ার্স ড্রাফটও। তার আগে আজ বিসিবি প্রধান নির্বাহী জানিয়েছেন টুর্নামেন্টের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেখানে আছে টিভি স্বত্ব, দর্শক অনুমোদন, ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের মতো বিষয়।

জানুয়ারির তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বিপিএলের ৮ম আসর। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন ইতোমধ্যে টিভি স্বত্ব বিক্রি হয়েছে দুইটি চ্যানেলের কাছে। যদিও চ্যানেল দুইটির নাম উল্লেখ করেননি তিনি, তবে আগের মতোই টি-স্পোর্টস ও গাজী টিভির কথা শোনা যাচ্ছে।

এদিকে পাকিস্তান সিরিজ দিয়ে করোনা পরবর্তী দর্শক অনুমোদন দেয় বিসিবি। যেখানে বিক্রি হয়েছিলো কেবল ৫০ শতাংশ টিকিট। বিপিএলে অন্তত ৫০ শতাংশ থাকছে নিশ্চিত, বিপিএল গভর্নিং কাউন্সিল সেটিকে বাড়াতেও পারে বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী।

মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইতোমধ্যেই এবারের আসরের সম্প্রচার স্বত্ব দেয়া আছে। ২০২২ সালের আসরের খেলাগুলো দুইটা চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। দর্শকের ব্যাপারে এখনও আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পঞ্চাশ ভাগ এটা তো থাকবেই, হয়তো এর চেয়েও বাড়তে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। টুর্নামেন্ট শুরু হতে এখনও দুই সপ্তাহের ওপরে আছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

এদিকে ক্রিকেটারদের পারিশ্রমিক আগেই ঠিক করে দিয়েছে বিসিবি। যদিও সরাসরি চুক্তিতে একজন দেশী ও ৩ জন বিদেশীকে দলে ভেড়ানোর সুযোগ থাকছে। সে ক্ষেত্রে দুই পক্ষ পারিশ্রমিক ইস্যুতে আলোচনা করতে পারছে।

বাকিদের ক্ষেত্রে কীভাবে হবে পারিশ্রমিক বুঝে পাওয়ার প্রক্রিয়া এবং টুর্নামেন্টের বায়ো বাবল কেমন হচ্ছে সে সম্পর্কেও ধারণা দেন বিসিবি প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘পারিশ্রমিকের ব্যাপারটা আমাদের নির্ধারিত চুক্তিপত্র থাকবে, সেই চুক্তিপত্রে শর্তগুলো বলা আছে সে অনুযায়ী হবে। একটা জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে এবং খেলোয়াড়েরা করোনা পরীক্ষার পর নেগেটিভ হলে সেই জৈব সুরক্ষা বলয়ে চলে আসবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

করোনা যুদ্ধ শেষে টাইগারদের সাথে যোগ দিয়েছেন রঙ্গনা হেরাথ

Read Next

ডিরেক্ট সাইনিংয়ে বাজিমাত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Total
0
Share