
করোনা প্রভাবে এক বছর বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএলের ৮ম আসর। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার কারণে বিপিএলের জন্য ফাঁকা সময় বের করা কঠিন ছিলো। যে কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সাথে সাংঘর্ষিকও হচ্ছে। পাওয়া যাচ্ছে না ভালো মানের বিদেশী ক্রিকেটার। আর এমন সংকট নিয়েই আগামীকাল (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় শুরু হবে বিপিএল ড্রাফট।
জানুয়ারির তৃতীয় সপ্তাহে মাঠে গড়াচ্ছে বিপিএলের এবারের আসর। এবারের প্লেয়ার্স ড্রাফটে ভালো মানের বিদেশী না থাকলেও ৪০০ এর বেশি বিদেশী নিজেদের আগ্রহ প্রকাশ করে।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আগামীকাল ড্রাফট শুরুর সময় নিশ্চিত করেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আসলে আমরা বিপিএল ২০২২ যেটা আমরা প্ল্যানিং করেছি ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে আমরা বিপিএলে আয়োজনের চেষ্টা করছি। এভাবেই আমাদের প্রোগ্রাম করা হয়েছে। আগামীকাল এই ইভেন্টের যে প্লেয়ার্স ড্রাফট ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে। ১২টার সময় শুরু হবে। এভাবেই আমাদের পরিকল্পনা রয়েছে।’
বিপিএলের সময়টা উপযুক্ত হয়নি বলে মনে করেন অনেকেই৷ কারণ প্রায় একই সময় শুরু হচ্ছে পিএসএল। যার প্লেয়ার্স ড্রাফট হয়েছে ১২ ডিসেম্বর। ফলে বিপিএলে ভালো মানের বিদেশী না পাওয়ার ক্ষেত্রে ভালোই প্রভাব রেখেছে।
বিসিবি প্রধান নির্বাহী অবশ্য এসব চ্যালেঞ্জ স্বীকার করে নিজেদের সীমাবদ্ধতার কথাও জানেন, ‘চ্যালেঞ্জ তো কিছু আছেই বর্তমান প্রেক্ষাপটে সময়টা বের করাই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যেটা হয়েছে এফটিপি যেটা বলি সে অনুযায়ী আমাদের স্লটটা খুব লিমিটেড।’
‘আমাদের মধ্যে কোনো অপশন ছিল না। এগুলোকে অ্যাডজাস্ট করতে হয়েছে। কিছু লিমিটেশন তো থাকবেই। তবুও চেষ্টা করবো যে যতটুকু অ্যাটাক্ট্রিভ করা যায় ইভেন্টটাকে।’