

পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেয়ারম্যান রমিজ রাজাকে তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রমিজ রাজা নির্লজ্জ মিথ্যাচার করেছেন বলে মত সালমান বাটের।
সালমান বাট তার এক ইউটিউব ভিডিওতে রমিজ রাজাকে ভর্ৎসনা করেন। বলেন রমিজ রাজা যে বলেছেন পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটাররা বার্ষিক ৬ মিলিয়ন পাকিস্তানি রুপি পাচ্ছেন তা সত্য নয়।
বাট বলেন, ‘আপনি এ প্লাস ক্যাটাগরিটাই দেখেন না। বাকিদের কথা পরে হোক। এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের এক বছরের চুক্তিতে আছে মাসপ্রতি ২.৫ লাখ রুপি। যা বছরে হয় ৩০ লাখ। কোন ম্যাচে ম্যাচ ফি ১ লাখ রুপি নেই। কিছুতে আছে ৬০ হাজার, কিছুতে ৭০ হাজার।’
‘যদি একজন ক্রিকেটার সব ফরম্যাটের সব ম্যাচ খেলে তাতে ১০ টি প্রথম শ্রেণির ম্যাচ হয়, ১০ ওয়ানডে ও ১০ টেস্ট। এর সাথে যদি সে সেমিফাইনাল ও ফাইনাল খেলে তাহলে ম্যাচের সংখ্যা হয় ৩৩-৩৪। এরপরেও কোন ক্রিকেটার ৬০ লাখ উপার্জন করে না।’
বাট যোগ করেন, ‘এ প্লাস ক্যাটাগরির সবাই তিন ফরম্যাটই খেলে না, এবং এটাও জরুরি না যে তাদের দল ফাইনালে খেলবে। কেবল ১ বা দুইটি দল খেলবে। পিসিবি চেয়ারম্যানের বিবৃতি অনেকটা ব্যবসায়ীদের লোভনীয় ডিসকাউন্ট দিয়ে ক্রেতাদের ট্র্যাপে ফেলার মত।’