

ছক্কা মেরে বলকে মাঠের বাইরে নেওয়া যুবরাজ সিংকে আমরা দেখেছি অনেকবারই। তবে এবার যুবরাজের ব্যাটই ভ্রমণ করে বসলো মহাকাশে।
প্রথমবারের মতো এশিয়ার বৃহত্তম এনএফটি মার্কেটপ্লেস কোলেক্সিয়ন মহাকাশের সীমানা ঠেলে এগিয়ে গেছে। গত সপ্তাহে মেটাভার্সে ভারতের কিংবদন্তী যুবরাজ সিংয়ের গুরুত্বপূর্ণ স্মারক বহনকারী স্যাটেলাইট এনএফটি উৎক্ষেপণ করেছে।
কোলেক্সিয়ন ২০১১ বিশ্বকাপ জয়ী ব্যাটার যুবরাজের সাথে জুটি বেঁধেছে যেনো তার একটি নিজস্ব এনএফটি প্রকাশ করা যায়। পৃথিবী থেকে কক্ষপথে একটি হট-এয়ার বেলুন উতক্ষেপণ করা হয়। যা যুবরাজের একটি আইকনিক ব্যাট বহন করেছিলো, ২০০৩ সালে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ব্যাট ছিলো সেটি।
যুবরাজের ভিডিও বার্তা সম্বলিত ডিভাইস সহ ব্যাটটি মহাকাশ যাত্রা করে আসে। যা আজ (২৫ ডিসেম্বর) ভক্তদের জন্য কোলেক্সিয়নের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
মহাকাশে নিজের ব্যাটের যাত্রা প্রসঙ্গে যুবরাজ যিনি কোলেক্সিয়নের একজন বিনিয়োগকারীও, বলেন,
‘আমি আমার প্রথম এনএফটি মহাকাশ যাত্রা কোলেক্সিয়নে শেয়ার করতে পেরে রোমাঞ্চিত। এ ধরণের নতুন প্ল্যাটফর্মে আমি আমার ভক্তদের সাথে যুক্ত থাকতে পেরে বেশ উত্তেজনা অনুভব করছি। আমি আমার প্রথম সেঞ্চুরির ব্যাতের মতো আরও কিছু জিনিস শেয়ার করার অপেক্ষায় আছি।’
‘আমি সবসময়ই আমার ভক্তদের কাছাকাছি থাকতে চেয়েছি। আর আমি খুবই খুশি যে কোলেক্সিয়নের অংশীদার হয়েছি বলে কারণ এর মাধ্যমে আমি আমার ক্রিকেট যাত্রার বেশ কিছু মূল্যবান টোকেনে আমাকে ভালোবাসে এবং প্রতিটি পদক্ষেপে উতসাহী করে এমন লোকদের সাথে শেয়ার করতে পারবো।’