

বক্সিং ডে টেস্টের জন্য ইংল্যান্ড একাদশে এনেছে চারটি পরিবর্তন। সেরা একাদশে জায়গা পেলেন জনি বেয়ারস্টো, জ্যাক লিচ, জ্যাক ক্রাওলি এবং মার্ক উড। বাদ পড়লেন ওলি পোপ, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস এবং ক্রিস ওকস।
আগামীকাল (২৬ ডিসেম্বর) থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে যাচ্ছে অ্যাশেজের বক্সিং ডে টেস্ট। এমসিজিতে লড়াইয়ে নামার একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকা পেসার মার্ক উড ফিরেছেন সেরা একাদশে। সঙ্গে আছেন স্পিনার জ্যাক লিচ। তবে ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডকে রাখা হয়েছে বিশ্রামে। ওপেনার ররি বার্নসের বদলে দলে এসেছেন জ্যাক ক্রাউলি। ছিটকে গেলেন ওলি পোপ। জায়গা পেলেন জনি বেয়ারস্টো
অস্ট্রেলিয়া অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ২৭৫ রানের বড় ব্যবধানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে।
তৃতীয় অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ড একাদশঃ
হাসিব হামিদ, জ্যাক ক্রাউলি, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটরক্ষক), মার্ক উড, ওলি রবিনসন, জ্যাক লিচ এবং জেমস অ্যান্ডারসন।