

যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার ১ম ওয়ানডে বাতিল ঘোষণা করা হয়েছে। আম্পায়ারিং টিমে করোনা পজিটিভ পাওয়া যাওয়ায় বক্সিং ডে (২৬ ডিসেম্বর) তে ওয়ানডে মাঠে গড়াচ্ছে না।
আম্পায়ারিং টিমে করোনা পজিটিভ কেস পাওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রের ক্যাম্পে এক নেট বোলার করোনা পজিটিভ হয়েছেন।
প্রথম ওয়ানডেতে চার ম্যাচ অফিশিয়ালের মধ্যে ৩ জনই করোনা পজিটিভ হওয়ায় ম্যাচে কোন অফিশিয়াল নামানোর সুযোগ নেই। যেকারণেই প্রথম ওয়ানডে বাতিল করা হয়।
যুক্তরাষ্ট্র ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘ক্রিকেট আয়ারল্যান্ড নিবিড়ভাবে আইসিসি ও ইউএসএ ক্রিকেটের সঙ্গে কাজ করবে সিরিজের বাকি অংশ মাঠে গড়ানো নিশ্চিত করতে, যদি সেটা নিরাপদ হয়।’
????MEDIA RELEASE: First One Day International scheduled for December 26th between USA and Ireland cancelled
The 2nd and 3rd ODIs, currently scheduled for the 28th and 30th of December, will go ahead as planned
FULL DETAILS: https://t.co/eTMjzfVfGo
— USA Cricket (@usacricket) December 25, 2021
Announcement on 1st ODI between Ireland Men and USA Men. ⬇️ https://t.co/X62qIWYlle
— Cricket Ireland (@cricketireland) December 25, 2021
সিরিজের বাকি অংশের ভাগ্য নির্ধারিত হতে ২৬ ডিসেম্বর। সেদিন আরেক দফা করোনা টেস্ট হবে। যদি ফলাফল পক্ষে আসে তাহলে ২৮ ও ৩০ ডিসেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে।