উল্লেখযোগ্য হারে বাড়ছে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক

বিশ্বকাপে সুযোগ পেয়েই থেমে যেতে চায়না নিগার সুলতানারা
Vinkmag ad

বাংলাদেশের পুরুষ ক্রিকেটার তো বটেই, অন্যান্য দেশের নারী ক্রিকেটারদের সাথেও বাংলাদেশ দলের নারী ক্রিকেটারদের বেতন বৈষ্যম্য চোখে পড়ার মতো। যদিও একটা নির্দিষ্ট সময় পর পর ১০-১৫ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছিলো বেতন। এবার সেটি বেশ ভালো আকারেই বাড়াচ্ছে বিসিবি। কারও কারও বেতন বাড়তে পারে অন্তত ৩৩ শতাংশ পর্যন্ত।

সালমা খাতুন, জাহানারা আলমরা নানা দিক থেকেই বঞ্চিত হয়ে আসছিলো। যেখানে ম্যাচ ফি ও বেতন ছিলো অন্যতম। সংবাদ মাধ্যমে যা নিয়মিতই শিরোনাম হয়ে আসছিলো। যার প্রেক্ষিতে চলতি বছর জুনেই নারীদের বেতন ও ম্যাচ ফি বাড়ায় বিসিবি। যেখানে বেতন বেড়েছিলো ২০ শতাংশ।

এবার সেটাই আরেক দফা বাড়াচ্ছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। আজ (২৪ ডিসেম্বর) নতুন পরিচালনা পর্ষদের দ্বিতীয় বোর্ড সভায় অনুমোদিত হয়। পরে সংবাদ মাধ্যমে নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘ গত বছর ওদের (মেয়েদের) অনেকটা ভালো করেছি (বেতন বৃদ্ধি)। ছেলেদের সাথে তুলনা করলে অনেক কম যদিও। খুব ভালো না, তবে সাধারণত যেটা করি তার চেয়ে ভালোই বাড়িয়েছি। এবার আমরা আরো ভালো করার জন্য অনুমোদন দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে।’

‘স্বাভাবিক ভাবে আমরা ১০-১৫ শতাংশ বাড়াই। আমার জানা মতে ৩৩ ভাগও বাড়ানো হচ্ছে এবার। আমরা মেয়েদের পারিশ্রামিক যারা ভালো খেলে সে অনুযায়ী ‘এ’ ক্যাটাগরি, ‘বি’ ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি।’

উল্লেখ্য, গত জুনে ২২ জন ক্রিকেটারকে ৪ টি ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ করে বিসিবি। ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৬০ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৪৮ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৩৬ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা পেতেন ২৫ হাজার টাকা করে।

৯৭ প্রতিবেদক

Read Previous

ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশে ফিরছেন জেমি সিডন্স

Read Next

আকরামের চেয়ারে বসে জালালের চোখ স্বাস্থ্যকর ড্রেসিংরুমে

Total
0
Share