ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশে ফিরছেন জেমি সিডন্স

ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশে ফিরছেন জেমি সিডন্স

বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জেমি সিডন্স এবার আসছেন ব্যাটিং পরামর্শক হয়ে। আগামী বছর ফেব্রুয়ারিতেই বাংলাদেশে আসছেন এই অস্ট্রেলিয়ান। তবে তার ভূমিকা কি হচ্ছে সেটি এখনই খোলাসা করেননি।

আজ (২৪ ডিসেম্বর) মিরপুরে বোর্ড সভা শেষে সিডন্স প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় করবে, কি করবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারিতেই হয়তোবা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবে।’

সিডন্স এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। এবার জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স থাকা স্বত্বেও সিডন্সকে আনা হচ্ছে কিছু ঘাটতি পূরণ করতে। তবে সেটি তার বাংলাদেশে আসার পর ঠিক হবে।

এ প্রসঙ্গে পাপন যোগ করেন, ‘এটা আমরা ঠিক করবো। আমরা যদি বলি এইচপি, আমরা যদি বলি অনূর্ধ্ব-১৯, আমরা যদি বলি বাংলাদেশ টাইগার্স কিংবা ১৫ টা ছেলেকে নিয়ে তাকে দিই…’

‘সমস্যাতো অনেকগুলো। এই যে দল সিরিজে আছে, এই সময় কিন্তু কোচিং করা যায়না। যারা নিউজিল্যান্ডে গেছে তারা ছাড়া যারা দেশে আছে তাদের কোচিং হচ্ছে না। এই যে একটা গ্যাপ, এটা দেশি হোক বিদেশি কোচ হোক, আমরা ব্যাটিং, বোলিং উন্নতি করাতে চাই।’

৯৭ প্রতিবেদক

Read Previous

আকরামের চেয়ারে বসলেন জালাল ইউনুস

Read Next

উল্লেখযোগ্য হারে বাড়ছে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক

Total
0
Share