

নির্বাচনের প্রায় তিন মাসের মাথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির পদ বন্টন হয়েছে। আজ (২৪ ডিসেম্বর) বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় বণ্টিত কমিটিতে আলোচিত ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হলেন জালাল ইউনুস।
গত অক্টোবর মাসে নির্বাচনের পর প্রথম বোর্ড সভায় পুনরায় সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। তবে আগের মেয়াদে যারা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন, তারাই ধরে রাখেন নিজ নিজ বিভাগের চেয়ার। আজ স্থায়ী কমিটি পুনর্বিন্যাস করেছে বিসিবি।
আকরাম খানের জায়গায় আসা জালাল আগের কমিটিতে ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। এবারের মেয়াদে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে এসেছেন তানভীর আহমেদ টিটু, ভাইস চেয়ারম্যান হিসাবে থাকবেন জালাল ইউনুস।
পারিবারিক আর শারীরিক কারণে অপারেশন্স বিভাগের দায়িত্ব নিতে না আকরাম খান পেয়েছেন নতুন দায়িত্ব। এবার তাকে দেওয়া হয়েছে ফ্যাসিলিটিজের দায়িত্ব।
গেম ডেভেলপমেন্টে আগের মতোই চেয়ারম্যান হিসেবে থাকছেন খালেদ মাহমুদ সুজন। যে বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন নতুন পরিচালক ফাহিম সিনহা।
হাই পারফরম্যান্স ইউনিটেও আসেনি পরিবর্তন, চেয়ারম্যান হিসেবে থাকছেন নাইমুর রহমান দুর্জয়ই। যেখানে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন আকরাম খান।
বিসিবি কার্যালয়ে বিকেল পৌনে ৪টার দিকে শুরু হয় এই বৈঠক। দুপুর থেকে একে একে বোর্ডের পরিচালকরা আসতে থাকেন বিসবিতে। সর্বশেষে সাড়ে তিনটার দিকে আসেন সভাপতি নাজমুল হাসান পাপন।
এবারের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান যারাঃ
ওয়ার্কিং কমিটিঃ এনায়েত হোসেন সিরাজ
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্সঃ তানভীর আহমেদ টিটো
গেম ডেভেলপমেন্টঃ খালেদ মাহমুদ সুজন
হাই পারফরম্যান্সঃ নাইমুর রহমান দুর্জয়
টুর্নামেন্ট কমিটিঃ আহমেদ সাজ্জাদুল ববি
গ্রাউন্ডস কমিটিঃ মাহবুব আনাম
ফ্যাসিলিটিজঃ আকরাম খান
বাংলা টাাইগার্সঃ কাজী এনাম আহমেদ
স্কুল ক্রিকেটঃ ওবায়েদ নিজাম
আম্পায়ার্স কমিটিঃ ইফতেখার আহমেদ মিঠু
সিসিডিএমঃ সালাউদ্দিন চৌধুরী
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ও বিপিএল গভার্নিং কাউন্সিলঃ শেখ সোহেল
ক্রিকেট অপারেশন্সঃ জালাল ইউনুস।