

‘স্বপ্নজয়ী’ যোদ্ধাদল আবারও বিশ্ব মঞ্চে। হয়তো এবারও শিরোপা জয়ের স্বপ্ন ভিড়বে কোন এক কুয়াশাভেজা ভোরে। আবারও লাল-সবুজের পতাকা ক্রিকেট দরবারে বাড়াবে এই বাংলার মান। বিশ্বকাপের আগে টাইগার যুবাদের অভিযান শুরু দুবাইয়ের এশিয়া কাপে। শুরুর ম্যাচেই এসেছে ১৫৪ রানের বড় জয়। নেপালের বিপক্ষে জয়ের নায়ক প্রান্তিক নওরোজ নাবিল। জ্বলে উঠে নাবিলের ব্যাট, এসেছে শতক! এরপর সাকিব, রাকিবুলদের হুংকারে ভাঙল হিমালয় পর্বতমালা। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ীরা এশিয়া কাপের প্রথম জয়ে রাখলেন বড় অবদান।
শারজাহতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবাদের কাছে স্রেফ উড়ে গেল নেপাল অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৯৭ সংগ্রহ করে বাংলাদেশ নেপালকে আটকে দেয় ১৪৩ রানে। আর তাতেই বাংলাদেশ জিতে যায় ১৫৪ রানে। ঘুমিয়ে পড়া জাতীয় দলকে যেন জানান দিয়ে যায়, জাগবার সময় এখনই, নয়ত আর কখনোই নয়।
Bangladesh get up and running after winning against Nepal at Sharjah.
🇧🇩 – 297/4 in 50 overs
🇳🇵 – 143/10 in 42.3 overs#ACC #U19AsiaCup #BANVNEP pic.twitter.com/2UxlnN4HNf— AsianCricketCouncil (@ACCMedia1) December 24, 2021
২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। সেবার বিশ্বকাপে কোন ম্যাচ না খেলা নাবিল এবার আছেন টাইগার যুবাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও বিশ্বকাপের দলেও। এশিয়া কাপের শুরু দিনই নিজের জাত চিনিয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল। তিনে নেমে খেলেছেন অপরাজিত ১২৭ রানের ইনিংস।
২৯৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই পথ হারানো পথিক নেপালের ব্যাটসম্যানরা। সব হারিয়ে যেন নিঃস্ব। তানজিম হাসান সাকিবের বোলিং তোপে উঠে দাঁড়ানোর কোন শক্তিই খুঁজে পায়নি হিমালয়ের দেশের তরুণরা। পরপর দুই ওপেনারকে বোল্ড করে ফেরান সাকিব। তিনে নামা সন্তোষ কারকি করেন তিন। তাঁকে বিদায় করেন অধিনায়ক রাকিবুল। ২৩ রানে ৩ উইকেট নেই নেপালের।
এরপর বিবেক মাগার ৩৩, অর্জুন সউদ ১৫, বাসির আহমেদের ব্যাট থেকে আসে ৮ রান। বিবেক যাদব (২৬) আর গুলশান ঝার (৩৫) প্রতিরোধ ভেঙ্গে দেন মেহেরব হোসেন। এরপর দাঁড়ানোর কোন সুযোগই পাননি আর কেউ। ফলে নির্ধারিত ওভারের আগেই ১৪৩ রানে গুটিয়ে যায় নেপাল যুবাদের ইনিংস। ১৫৪ রানের বড় জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু বাংলাদেশি যুবাদের।
বল হাতে দু’টি করে উইকেট দখলে নেন তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেরব হোসেন এবং নাইমুর রহমান।
এর আগে মাহফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন ইফতির উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান। ১৭ রান করে ফেরেন মাহফিজুল। রান আউটে কাটা পড়ার আগে ২১ রান আসে ইফতির ব্যাট থেকে।
চারে নামা আইচ মোল্লার সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন প্রান্তিক নওরোজ নাবিল। দলকে ১০৫ রানে রেখে বিদায় নেন আইচ (২২)। এরপর মোহাম্মদ ফাহিমের সঙ্গে জুটিতে দলকে বড় স্কোরের স্বপ্ন দেখান নাবিল। জুটিতে অবশ্য বেশি মারমুখী ছিলেন ফাহিম। ৫৪ বলে ৩ টি করে চার ও ছয়ে ৫৮ রান করে রিটায়ার্ড হার্ট হন ফাহিম।
ফাহিম ফিরলেও ১২ তম ওভারে উইকেটে আসা নাবিল থাকেন শেষ অব্দি। ১১২ বলে ১১ চার ও ১ ছয়ে ১২৭ রান করে থাকেন অপরাজিত। শেষের দিকে ১৫ বলে ২১ রান করেন এসএম মেহেরব হোসেন।
নির্ধারিত ৫০ ওভারে ২৯৭ রান করতে সমর্থ হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নেপাল যুব দলের পক্ষে ১ টি করে উইকেট নেন গুলশান কুমার ঝা, তিলক রাজ ভান্ডারি ও মোহাম্মদ আদিল আলম।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ২৯৭/৪ (৫০ ওভার), মাহফিজুল ১৭, ইফতি ২১, প্রান্তিক ১২৭*, আইচ ২২, ফাহিম ৫৮ (রিটায়ার্ড হার্ট), মেহেরব ২১, আরিফুল ২*; গুলশান ১০-০-৬০-১, তিলক ৬-০-৩১-১, আদিল ৭-০-৪৩-১
নেপাল অনূর্ধ্ব-১৯ দলঃ ১৪৩/১০ (৪২.৩ ওভার) অর্জুন ৫, দেব ১২, সন্তোষ ৩, বিবেক ৩৩, সউদ ১৫, বাসির ৮, যাদব ২৬, গুলশান ৩৫, আদিল ১; সাকিব ৭-০-২২-২, রাকিবুল ৯-২-২৫-২, মেহেরব ৯-১-২০-২, নাইমুর ৬.৩-১-৪৫-২
ফলাফলঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৫৪ রানে জয়ী
ম্যাচ সেরাঃ প্রান্তিক নওরোজ নাবিল (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল)।