

জন্ম ফ্রান্সে হলেও বেনি আলেক্সান্ডার ক্যামেরুন হাওয়েলের আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাসপোর্ট। ৩৩ বছর বয়সী হাওয়েল অবশ্য বেশি পরিচিত তার অলরাউন্ডিং পারফরম্যান্সের কারণে। কার্যকরী মিডিয়াম ফাস্ট বোলার ও ডেথ ওভারে দ্রুত রান তুলতে পারা বেনি হাওয়েলকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২২ এর প্লেয়ার ড্রাফটে ক্রিকেটার দলে ভেড়ানোর আগে এক দেশী ও সর্বোচ্চ ৩ বিদেশী ক্রিকেটার দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজি গুলো। সেই সুযোগ ভালোভাবেই নিচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বেনি হাওয়েল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে পরিচিত মুখ। এর আগে বিপিএল খেলা হাওয়েল স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ১৪৪ টি। ১৯১৩ রান করা হাওয়েলের আছে ১৫৮ টি উইকেট।
বেনি হাওয়েলকে দলে নেওয়ার তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
তারা লিখেছে, ‘চ্যালেঞ্জার্সের ডেরায় এবার ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল!
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেনামুখ বেনি মূলত পেসার। কিন্তু, ডেথ ওভারে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার। সে ভাবনা থেকেই বেনি হাওয়েলকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।’
চ্যালেঞ্জার্সের ডেরায় এবার ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল!
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেনামুখ বেনি মূলত পেসার। কিন্তু, ডেথ ওভারে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার। সে ভাবনা থেকেই বেনি হাওয়েলকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।#Born2Win pic.twitter.com/auIc2FsNmy
— Chattogram Challengers (@ctgchallengers) December 24, 2021
এর আগে জ্যামাইকার কেনার লুইস ও বাংলাদেশের নাসুম আহমেদকে সরাসরি দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
কেনার লুইস একজন চ্যালেঞ্জার!
অনেকেই তাঁকে বলেন নেক্সট ক্রিস গেইল। ২ জনের জন্ম ও বেড়ে উঠাও জ্যামাইকাতে। ডমেস্টিকে জ্যামাইকার জার্সিতে ক্রিস গেইলের ওপেনিং পার্টনার হিসেবে ডেব্যু। এবার বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।#Born2Win pic.twitter.com/wy7kJDpEYZ
— Chattogram Challengers (@ctgchallengers) December 23, 2021
টি টোয়েন্টি ফরম্যাটের অপরিহার্য এই বাঁহাতি স্পিনারের উপরই সবার আগে আমাদের আস্থা। নতুন আসরের জন্য আমরা নাসুমকেই বেছে নিয়েছি ডিরেক্ট সাইনিংয়ে।#Born2Win pic.twitter.com/JDfMWcwBIq
— Chattogram Challengers (@ctgchallengers) December 23, 2021