

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোর ব্যাপারে অনড় অবস্থানে আছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। সে কারণে পাকিস্তানের প্রস্তুতি ও সামর্থ্য নিয়ে বেশ চিন্তিত তিনি। অস্ট্রেলিয়াকে না হারানো পর্যন্ত স্বস্তিতে থাকতে পারবেন না বলে জানিয়েছেন রমিজ। অ্যাওয়ে সিরিজগুলোতে পাকিস্তান যেন আরও ভালো খেলতে পারে, সেজন্য ড্রপ ইন পিচের উদ্যোগ নিয়েছেন তিনি।
নব্য প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল হাসনাইনের সাথে করাচিতে এক প্রেস কনফারেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে কম দর্শক দেখায় নিজের চিন্তার কথা জানান পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।
দলের উন্নতি ও ধারাবাহিকতার প্রশংসা করেন রমিজ। তবে আরও কাজ করতে হবে, জানান তিনি। ফিল্ডিংয়ে তিনি বিশেষ জোর দিয়েছেন।
‘পাকিস্তানের ফিল্ডিংয়ে আরও অনেক উন্নতি করতে হবে। পিসিবিতে গত ৩ মাস ধরে আমি কাজ করছি। কিন্তু আমার মনে হচ্ছে ৩০ বছর চলে গেছে। এ কারণে ছুটির দিন বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায়,’ বলেন রমিজ।
‘সভায় আমি বলেছিলাম, যদি এশিয়ার কোন দেশ দুর্ব্যবহারের শিকার হয়, তবে সবাই সাথে সাথে যেন প্রতিবাদ করে।’
‘কোচদের সাথে লম্বা চুক্তি এখন তেমন কাজে আসে না। পিসিবির কোচের প্রয়োজন নেই, তবে বিশেষজ্ঞ দরকার। পাকিস্তানের ক্রিকেটে নিম্ন পর্যায় থেকে কোচের দরকার। কোচ কি দেশী হবে, নাকি বিদেশী? এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি পিসিবি,’ জানান রমিজ।