বিপিএল ২০২২ প্লেয়ার ড্রাফটে দেশীরা কে কোন ক্যাটাগরিতে

বিপিএল প্লেয়ার্স ড্রাফট
Vinkmag ad

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ২০২২ এর পর্দা উঠবে ২০২২ এর ২১ জানুয়ারি। নয়া এই আসরকে সামনে রেখে শুরু হয়েছে কর্মযজ্ঞ। যার প্রথম ধাপ ফ্র্যাঞ্চাইজিগুলোর ঘর গোছানো। 

আগামী ২৭ ডিসেম্বর হবে প্লেয়ার ড্রাফট। এর আগে প্লেয়ার ড্রাফটের জন্য নিবন্ধিত দেশি ও বিদেশি ক্রিকেটারদের নাম জানা গেছে। 

এ, বি, সি, ডি, ই, এফ- এই ৬ ক্যাটাগরিতে প্লেয়ার ড্রাফটে মোট দেশি ক্রিকেটার আছে মোট ২১০ জন। একনজরে দেখে নিই নামগুলো-

আরও পড়ুনঃ বিপিএল ইস্যুতে সাইফউদ্দিনের অভিমান-ভেজা চোখ

ক্যাটাগরি এ (৬)- ৭০ লাখ টাকা-

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান।

ক্যাটাগরি বি (১৫)- ৩৫ লাখ টাকা-

নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, মুমিনুল হক, তাসকিন আহমেদ, নাইম শেখ, মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন।

ক্যাটাগরি সি (৩৩)- ২৫ লাখ টাকা-

রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এনামুল হক বিজয়, সাইফ হাসান, শুভাগত হোম, ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, রনি তালুকদার, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, নাইম হাসান, আল আমিন হোসেন, শহিদুল ইসলাম, শামসুর রহমান, জাকির হাসান, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ।

ক্যাটাগরি ডি (৪৫)- ১৮ লাখ টাকা-

অলক কাপালি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসির হোসেন, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, আল আমিন জুনিয়র, মেহেদী হাসান রানা, সৈকত আলি, রেজাউর রহমান, এবাদত হোসেন, সাব্বির রহমান, সঞ্জিত সাহা, সোহাগ গাজী, জুনায়েদ সিদ্দিকী, আকবর আলি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ আশরাফুল, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান লিমন, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মিজানুর রহমান, মোহাম্মদ শরিফউল্লাহ, মনির হোসেন খান, মোহাম্মদ ইলিয়াস, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দি শুভ, মেহেদী মারুফ, নাইম ইসলাম, রাকিবুল হাসান, সাকলাইন সজীব, মোহর শেখ অন্তর, সুমন খান, রাহাতুল ফেরদৌস জাবেদ, রবিউল হক, সালমান হোসেন, মাইশুকুর রহমান রিয়াল, আনিসুল ইসলাম ইমন, সাদমান ইসলাম, অমিত হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাবিল সামাদ।

ক্যাটাগরি ই (৩৫)- ১২ লাখ টাকা-

নাজমুল হোসেন মিলন, শুভাশিস রয়, ইমতিয়াজ হোসেন তান্না, আসিফ আহমেদ রাতুল, তাসামুল হক, ফরহাদ হোসেন, অভিষেক মিত্র, অমিত মজুমদার, আসাদুল্লাহ আল গালিব, জাবিদ হোসেন, পিনাক ঘোষ, তানবীর হায়দার খান, আসিফ হাসান, দেলওয়ার হোসেন, ইমরানুজ্জামান, সাকলাইন সজীব, ধীমান ঘোষ, কাজী অনিক, ইফতেখার সাজ্জাদ রনি, মোহাম্মদ হাসানুজ্জামান, তাইবুর রহমান, মুনিম শাহরিয়ার, প্রীতম কুমার, শাহাদত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল, রুয়েল মিয়া, শফিকুল ইসলাম, নোমান চৌধুরী, শাহবাজ চৌহান, শাহীন আলম, সুজন হাওলাদার, শাহনুর রহমান, ফারদিন হোসেন অনি, রবিউল ইসলাম রবি, রুবেল মিয়া।

ক্যাটাগরি এফ (৭৬)- ৫ লাখ টাকা-

জয়রাজ শেখ, শফিউল হায়াত হৃদয়, মেহরাব হোসেন যোশি, তৌহিদুল ইসলাম রাসেল, তৌফিক খান তুষার, রায়ান রাফসান রহমান, আলি আহমেদ মানিক, নাহিদ রানা, জয়নুল ইসলাম, মামুন হোসেন, মইনুল ইসলাম, মাহমুদুল হক সেন্টু, নোবিন ইসলাম, গোলাম কবির সোহেল, কাজী কামরুল ইসলাম, শাকিল হোসেন, নাহিদ হাসান, শাখাওয়াত হোসেন, টিপু সুলতান, নুরুজ্জামান, আবিদুল হক, মোহাম্মদ রাকিব, রনি হোসেন, মাহবুবুল আলম অনিক, আলামিন রাজু, মাইনুল সোহেল, শামসুল ইসলাম অনিল, আব্দুর রহমান, আব্দুর রশিদ, শাহাদাত হোসেন রাজীব, শানাজ আহমেদ, নুর হোসেন সাদ্দাম, আব্দুল হালিম, আহমেদ সাদিকুর রহমান, রাসেল আল মামুন, হাবিবুর রহমান জনি, মইনুল ইসলাম সোহেল, আবু সায়েম, জসীম উদ্দিন, মোহাম্মদ আসিফ, ইমরান আলি, হোসেন আলি, জুবায়ের হোসেন লিখন, নাইম ইসলাম জুনিয়র, বিশ্বনাথ হালদার, সাজ্জাদুল হক রিপন, শেহনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, রাফসান আল মাহমুদ, মাসুম খান টুটুল, মোহাম্মদ স্বাধীন, জাহিদ জাভেদ, শামসুল ইসলাম, মোহাম্মদ আজিম, আসাদুজ্জামান পায়েল, সাজ্জাদ হোসেন সাব্বির, জনি তালুকদার, মোহাম্মদ শাকিল আহমেদ, তৌহিদ তারেক খান, রাকিন আহমেদ, সাব্বির হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মানিক খান, ইফরান হোসেন, আজমীর আহমেদ, রায়হান উদ্দিন, নিহাদ উজ জামান, ইসমাইল আহসান আবির, আলিস আল ইসলাম, সায়েম আলম, জাহিদউদ্দিন খান, মইন খান, শাহানুর রহমান, মোহাইমিনুল খান চৌধুরী, জসীম উদ্দিন একেএস স্বাধীন।

৯৭ প্রতিবেদক

Read Previous

বিপিএল ২০২২ প্লেয়ার ড্রাফটে আনকোরা বিদেশির ছড়াছড়ি

Read Next

গলকে হারিয়ে এলপিএলের শিরোপা জিতল জাফনা

Total
0
Share