

দীর্ঘ বিরতির পর আবার মাঠে ফিরছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। আগামী বছরের ২১ জানুয়ারি পর্দা উঠবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের। তিন ভেন্যুতে ৬ দলের ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটের নিয়ম জানিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
বিপিএল ২০২২ এর বৃত্তান্ত জানুন
বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা ও সিলেট- এই ৬ দল প্লেয়ার ড্রাফটের আগে একটি করে দেশী ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। বাকি ক্রিকেটার দলে ভেড়াতে হবে প্লেয়ার ড্রাফট থেকে। ২০২১ এর ২৭ ডিসেম্বর রাজধানীর এক পাঁচতারকা হোটেলে হবে প্লেয়ার ড্রাফট।
দেশী ক্রিকেটারদের ড্রাফট-
একটি দল সর্বনিম্ন ১০ ও সর্বোচ্চ ১৪ জোন দেশী ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। ডিরেক্ট সাইনিং এর ক্রিকেটার বাদে বাকি সবাইকে প্লেয়ার ড্রাফট থেকে নিতে হবে। টুর্নামেন্টের কোন সময়ে নিবন্ধিত দেশী ক্রিকেটারের সংখ্যা ১৪ ছাড়ানো যাবে না।
দেশী ক্রিকেটারদের ক্যাটাগরিভিত্তিক মূল্য-
ক্যাটাগরি এ- ৭০ লাখ টাকা
ক্যাটাগরি বি- ৩৫ লাখ টাকা
ক্যাটাগরি সি- ২৫ লাখ টাকা
ক্যাটাগরি ডি- ১৮ লাখ টাকা
ক্যাটাগরি ই- ১২ লাখ টাকা
ক্যাটাগরি এফ- ৫ লাখ টাকা
বিদেশী ক্রিকেটারদের ড্রাফট-
প্রতিটি দল সর্বনিম্ন ৩ ও সর্বোচ্চ ৮ বিদেশী ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। প্লেয়ার ড্রাফটের বাইরে সর্বোচ্চ ৩ জন বিদেশী ক্রিকেটারকে সরাসরি সাইন করাতে পারবে প্রতিটি দল। প্রতিটি দলের একাদশে ৩ জন বিদেশি ক্রিকেটার থাকতেই হবে।
বিদেশী ক্রিকেটারদের ক্যাটাগরিভিত্তিক মূল্য-
ক্যাটাগরি এ- ৭৫ হাজার ডলার
ক্যাটাগরি বি- ৫০ হাজার ডলার
ক্যাটাগরি সি- ৪০ হাজার ডলার
ক্যাটাগরি ডি- ৩০ হাজার ডলার
ক্যাটাগরি ই- ২০ হাজার ডলার।