

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর শুরু ও শেষ হবার দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিপিএলের বৃত্তান্ত জানিয়েছে বিসিবি।
২০২২ সালের ২১ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের নয়া আসরের। ৬ দলের ৩৪ ম্যাচের টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে।
এবারের আসরে খেলা হবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে। এরপর থাকবে ৩ প্লে অফ (এলিমিনেটর, কোয়ালিফায়ার-১, কোয়ালিফায়ার ২) ও ফাইনাল।
টুর্নামেন্টে প্রাইজমানি হিসাবে চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে ১ কোটি টাকা, রানার আপ দলের জন্য থাকবে ৫০ লাখ টাকা।
মোট ৩ টি ভেন্যুতে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে। ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
নতুন এই বিপিএলে ৬ টি দল- বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা ও সিলেট। দলগুলোর মালিকানায় থাকছে যথাক্রমে ফরচুন শুজ লিমিটেড, ডেল্টা স্পোর্টস লিমিটেড (আখতার গ্রুপ), কুমিল্লা লেজেন্ডস লিমিটেড, রুপা ফেব্রিক্স লিমিটেড ও মার্ন স্টিল লিমিটেড (কনসোর্টিয়াম), মাইন্ড ট্রি লিমিটেড ও প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড।
টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ২৭ ডিসেম্বর, ২০২১ এ রাজধানীর এক পাঁচতারকা হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটের আগেই অবশ্য দলগুলো একটি করে লোকাল ক্রিকেটারকে ডিরেক্ট সাইন করে দলে ভেড়াতে পারবে।
একনজরে বিপিএল ২০২২ বৃত্তান্ত-
টুর্নামেন্ট শুরু- ২১ জানুয়ারি, ২০২২
ফাইনাল- ১৮ ফেব্রুয়ারি, ২০২২
দলের সংখ্যা- ৬ (বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, সিলেট)
মোট ম্যাচ- ৩৪
ফরম্যাট- ডাবল রাউন্ড রবিনের পর ৩ প্লে অফ ও ফাইনাল
ভেন্যু-
১. মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৩. সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট ।
প্রাইজমানি-
চ্যাম্পিয়ন- ১ কোটি টাকা
রানার আপ- ৫০ লাখ টাকা।