

বাংলাদেশের ক্রিকেট পাড়ায় গেল এক বছরে দল বা ব্যক্তিগত; হিসেবের খাতায় প্রাপ্তির ভাণ্ডার ‘শূন্য’। সাকিব আল হাসানের কণ্ঠে মিলল আরও সহজ এক বাক্য, ‘হতাশাজনক’। তবে আসছে নতুন বছরে সব বিষণ্ণতা দূর হোক। শুরুর দিনই হোক আনন্দের দিন। দলের এমন কামব্যাকের দিকেই তাকিয়ে আছেন সাকিব। দিয়েছেন নিউজিল্যান্ডে ব্যাটসম্যানদের ভালো করার জন্য টোটকা। নিশ্চিত করেই জানালেন, আসন্ন বিপিএলে কোথায় নিজের ঘরটা।
কেমন কাটালো বাংলাদেশ দল ২০২০ এর পুরোটা সময়? যুক্তরাষ্ট্রের বিমানে বসার আগে বিমানবন্দরে সাকিব আল হাসান গত এক বছরের সারাংশ জানাতে যেয়ে বলেন,
‘হতাশাজনক। একটা বড় ইভেন্ট ছিল। বিশ্বকাপকে ঘিরে আমাদের বড় একটি টার্গেট ছিল। সেটা পরিপূর্ণ করতে পারিনি। সেদিক থেকে হতাশ। কিন্তু এরকম এর আগেও হয়েছে। যার পরবর্তীতে আমরা ভালোভাবে কামব্যাক করতে পেরেছি। আশা করছি নতুন বছরে আমরা যেন ভালোভাবে কামব্যাক করতে পারি এবং নিজেদের যে আরও ইমপ্রুভ করতে পারি।’
বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দলের একমাত্র সঙ্গী পরাজয়। তবে এমন এক সঙ্গীকে নিয়ে পাড়ি দিতে হবে আর কত পথ, কত দিন? এবার তো দরকার পরিবর্তন। তবে পরিবর্তনের সঙ্গেই যে জড়িয়ে থাকে উন্নতি। জিততে হলেও দরকার উন্নতি। কিন্তু কিভাবে? সাকিব দিলেন টোটকা, নিজেদের শক্তির জায়গার সঙ্গে ব্যর্থতার জায়গাগুলিকেও চিহ্নিত করতে হবে।
‘সব জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। খেলার সময়ও ইমপ্রুভমেন্ট দরকার আছে। আবার খেলা ছাড়াও ইমপ্রুভমেন্ট দরকার আছে। চেষ্টা থাকবে যে যে জায়গায় আইডেন্টিফাই করা যায়। একসাথে সবাই বসে সেসব জায়গায় যেন ইমপ্রুভমেন্ট করা যায়।’
বাংলাদেশের উইকেটের থেকে নিউজিল্যান্ডের উইকেটে রান তোলা বরাবরই সহজ। নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি ব্যাটিং সহায়ক উইকেট। এবারের সফরে নিউজিল্যান্ডের উইকেটে টাইগার ব্যাটসম্যানরা ভালো করবেন বলে আশা করছেন সাকিব। কিন্তু তার জন্য ব্যাটসম্যানদের যে রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস; মানসিক প্রস্তুতি। সাকিব মনে করিয়ে দিলেন বেশ কয়েকটি উদাহরণ টেনে,
‘ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো করা যায়। শেষবারের সফরে অনেকেই একশ করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই সেঞ্চুরি করেছিল। ওখানে আসলে রান করা যায়। ওই বিশ্বাসটা যেন সবাই রাখে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে সাকিবকে দলে ভেড়াতে চুক্তি প্রায় চূড়ান্ত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। সাকিবও নিশ্চিত করলেন বরিশালের জার্সিতেই আসন্ন বিপিএল আসর মাতাবেন তিনি,
‘এখন পর্যন্ত আসলে বরিশালের সঙ্গে কথা হয়েছে। সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলব।’