বণ্টন না হওয়া পদে আকরামের পদত্যাগ, যা বলছেন পাপন

বণ্টন না হওয়া পদে আকরামের পদত্যাগ, যা বলছেন পাপন
Vinkmag ad

গত দুইদিন দেশের ক্রিকেটে বড় খবর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের পদ ছাড়ার ইস্যু। বোর্ডের সর্বশেষ নির্বাচনের পর এখনো স্ট্যান্ডিং কমিটি বন্টন হয়নি। আগের মেয়াদে যারা যে কমিটিতে ছিলো তারাই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন। ফলে আকরামের ক্রিকেট পরিচালনা পদ ছাড়া নিয়ে তাই দ্বিধা তৈরি হয়, যেখানে নতুন কমিটি এখনো বন্টিতই হয়নি। এ নিয়ে ঘোলা হওয়া জল কিছুটা হলেও পরিষ্কার করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত ২০ ডিসেম্বর আকরামের খানের স্ত্রী এক ফেসবুক পোস্টে জানান আকরাম খান ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব ছাড়ছেন। কিন্তু সেদিন আকরাম কোনো মন্তব্য করেননি। তবে গতকাল (২১ ডিসেম্বর) তিনি নিজেও সংবাদ মাধ্যমে নিশ্চিত করেন পারিবারিভাবেই সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগ ছাড়ার। কিন্তু তিনি জানান চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বিসিবি সভাপতির সাথে আলাপ করে।

আজ (২২ ডিসেম্বর) বিসিবি পরিচালকদের নিয়ে সভায় বসেন সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানেই আকরাম খান তার সিদ্ধান্তের কথা জানান এবং পাপনের পরামর্শ চান। পরে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমের সাথেও এ নিয়ে কথা বলেন। আর পরিষ্কার করেন আগের কমিটি ও বর্তমানে কমিটি নিয়ে তৈরি হওয়া জটিলতার।

পাপন জানান,

‘এখানটায় আমার মনে হয় কমিউনিকেশন গ্যাপ আছে। প্রথম কথা হচ্ছে আমরা এখনো কমিটি কাউকে দেইনি, কমিটি তৈরি করিনি। কাজেই এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল ওটা তো শেষ। শেষ হওয়ার পর আবার ছাড়া যায় নাকি। একমাত্র জিনিস হচ্ছে অন্তর্বতীকালীন আকরাম চালিয়ে যাচ্ছে। আমি গণমাধ্যমে দেখে ভেবেছিলাম বোধহয় এই সময়টায় ও থাকতে চাচ্ছে না। পরে কথা বললাম, ও বলল আট বছর থেকে ছিল এটাতে প্রচুর কাজ।’

‘সে বলেছে এটাতে যেহেতু এত কাজ সে বলেছে অন্য কোনটায় দিলে তার আপত্তি নাই। থাকব না ওমুক না। তারপর বলেছে আপনি যেটা বলেন সেটাই ফাইনাল। এমন না যে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিবে নাথিং লাইক দ্যাট। সে তার সমস্যার কথা বলেছে। এখন যে পরিমাণ তার ইনভলবমেন্ট। বিশেষ করে বায়ো বাবলের জন্য। কোভিড পরিস্থিতিতে বিষয়গুলো জটিল হয়ে গেছে। সে মনে করছে তার জন্য কঠিন হবে। পরিবারকে তার সময় দিতে হবে ইত্যাদি। ২৪ তারিখে আমরা কমিটি করব। সেদিন ঠিক করব।’

‘প্রথম কথা হলো এটা নিয়ে আমি চিন্তাই করিনি। ছেড়ে দেওয়াটা বড় কথা না। কাকে দিব এটা হলো বড় কথা। একজনকে ছেড়ে দিলে আরেকজনকে দিতে হবে, এমন একজনকে দিতে হবে যে নাকি এটা করতে পারবে এবং করতে চায়। দুটোই গুরুত্বপূর্ণ। আমার কাছে কারো কোন পারসোনালি আগ্রহ থাকলে পাঠাতে পারে। ইটস নট অনলি অপারেশন্স। যেকোনো। ওটা যে দিব বা পাব এমন গ্যারান্টি নাই। কিন্তু জাস্ট জানার জন্য। চেঞ্জ হবে এটাও বলছি না, চেঞ্জ হবে না এটাও বলছি না।’

৯৭ প্রতিবেদক

Read Previous

বিপিএল চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি টাকা, থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

Read Next

লেগ স্পিনার ইস্যুতে পাপনকে দেওয়া কথা রাখছে না কেউই

Total
0
Share