বিপিএল চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি টাকা, থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

বিপিএল ট্রফি
Vinkmag ad

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট সিরিজ নিয়ে কিছুটা শঙ্কা থাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কার্যক্রমেও কিছুটা ধীর হয়েছিলো। সিরিজ নিয়ে শঙ্কার মেঘ উড়ে যাওয়াতে এবার বিপিএল নিয়েও তৎপর হয়েছে বিসিবি। এই যেমন ইতোমধ্যে প্লেয়ার্স ড্রাফটের জন্য সময়ও নির্ধারণ করা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন প্রাইজমানির পরিমাণও।

জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির ২০ তারিখ সময়কালে চলবে বিপিএলের আসন্ন আসর। আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের মাঝে যাচাই বাছাই শেষে ৬ টি দল চূড়ান্তও করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

আজ (২২ ডিসেম্বর) মিরপুরে বোর্ড পরিচালকদের সভা শেষে ইসমাইল হায়দার মল্লিক বলেন,

‘বিপিএল নিয়ে এবার একটু অনিশ্চয়তা ছিল। করোনা পরিস্থিতির কারণে নিউজিল্যান্ডে দল খেলতে পারবে কি না, করোনা ফলাফল কী হবে এসব বিবেচনা করতে হয়েছে। আমাদের সব প্রস্তুতিই ছিল। এখন পর্যন্ত ৬টি দল প্রায় চূড়ান্ত। এই দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন- টাকা জমা দেওয়া, পার্টিসিপেশন মানি জমা দেওয়া। আজ-কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদের আমরা গ্রহণ করে নিব।’

‘না হলে আমাদের আরও ২-৩টি আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলা আছে, মানে ব্যাকআপ আছে আমাদের। এই ছয়টির মধ্যে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা আছে। এই ছয়টি দলকে নিয়ে আয়োজন করার ব্যাপারে ঠিক করেছি। এরপর থাকবে প্লেয়ার্স ড্রাফট। দুইটা তারিখ কথা বলে রেখেছি। একটি ২৭ ডিসেম্বর, নাহলে ৩-৫ জানুয়ারি।’

ভেন্যু কমানোর গুঞ্জন উঠলেও ইসমাইল হায়দার মল্লিক জানালেন আগের মতোই ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ৩ ভেন্যুই থাকছে। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১ কোটি ও রানার আপ দলের জন্য তা ৫০ লাখ টাকা।

মল্লিক যোগ করেন,

‘আমরা তিনটা ভেনুই রাখছি- ঢাকা, সিলেট চট্টগ্রাম। তিনটি ভেন্যুতেই খেলা হবে। নিউজিল্যান্ড থেকে ১৪ বা ১৫ তারিখ দল আসার কথা। ৪-৫ দিন খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু করার ইচ্ছা, ২০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করে ফেলব। প্রাইজমানি নিয়েও কথা হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকা ও রানার-আপ দলের জন্য ৫০ লাখ টাকা।’

তবে এবার উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না বলেও আভাস দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব।

‘আজ অনেক বোর্ড পরিচালক ছিলেন, সভাপতি ছিলেন। এখন যে পরিস্থিতি, তাতে একটু কঠিন। একদম না বলে দিচ্ছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরলেন বাবর, টেস্টে এক নম্বরে লাবুশেইন

Read Next

বণ্টন না হওয়া পদে আকরামের পদত্যাগ, যা বলছেন পাপন

Total
0
Share