টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরলেন বাবর, টেস্টে এক নম্বরে লাবুশেইন

রিজওয়ানের সাবলীল ব্যাটিংয়ে পূর্নতা পেয়েছে বাবরের ইনিংস
Vinkmag ad

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন বাবর আজম। ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেলেন আরেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। অপরদিকে, টেস্ট র‌্যাংকিংয়ে জো রুটকে টপকে শীর্ষস্থান দখল করলেন অজি ব্যাটসম্যান মারনাস লাবুশেইন।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত মেনস টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের বিভাগে এগিয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। ৮০৫ রেটিং নিয়ে বাবর আজম বসলেন এক নম্বর অবস্থানে। সমান রেটিং নিয়ে দুইয়ে নেমে গেলেন ডেভিড মালান। তবে এক ধাপ এগিয়ে সেরা তিনে জায়গা পেলেন মোহাম্মদ রিজওয়ান।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে বড় সাফল্য দেখলেন মারনাস লাবুশেইন। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান অ্যাশেজে আছেন দারুণ ফর্মে। আর তাতেই পেলেন পুরষ্কার। জো রুটকে পেছনে ফেলে ক্যারিয়ারের প্রথমবারের মতো টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করলেন লাবুশেইন।

দুইয়ে নেমে গেলেন জো রুট। স্টিভেন স্মিথ আছেন পূর্বের অবস্থান; তিন নম্বরেই। অপরিবর্তিত রয়েছে কেন উইলিয়ামসন এবং রোহিত শর্মার অবস্থানও।

টেস্টে বোলারদের র‍্যাংকিংয়ে সেরা তিন পজিশনে আসেনি কোন পরিবর্তন। তবে জশ হ্যাজেলউডকে টপকে এক ধাপ এগিয়েছেন টিম সাউদি (৪ নম্বর)। বড় লাফ দিয়েছেন মিচেল স্টার্ক। ৪ ধাপ এগিয়ে স্টার্ক অবস্থান নিয়েছেন ৯ নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় সেরা পাঁচ আছে আগের মতোই। উন্নতি হল মিচেল স্টার্কের (৬ নম্বর)। ২২৫ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে সেরা দশে জায়গা হল জো রুটের।

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ ব্যাটসম্যান-

১. বাবর আজম (পাকিস্তান)- ৮০৫ রেটিং
২. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৮০৫
৩. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৭৯৮
৪. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ৭৯৬
৫. লোকেশ রাহুল (ভারত)- ৭২৯

আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ৫ ব্যাটসম্যান-

১. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৯১২ রেটিং
২. জো রুট (ইংল্যান্ড)- ৮৯৭
৩. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৮৪
৪. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮৭৯
৫. রোহিত শর্মা (ভারত)- ৭৯৭

৯৭ ডেস্ক

Read Previous

বাবরের চেয়ে রিজওয়ানকে ভালো অধিনায়ক বলছেন শাহীন শাহ

Read Next

বিপিএল চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি টাকা, থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

Total
0
Share