কনুইয়ে অস্ত্রোপচার, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে আর্চার

বিগ ব্যাশকে যেকারণে না বলছেন জফরা আর্চার
Vinkmag ad

কনুইয়ের ইনজুরির জেরে খুব সহজেই মাঠে ফেরা হচ্ছে না ইংল্যান্ডের গতি তারকা জফরা আর্চারের। ডান কনুইয়ের ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন এই গতি তারকা।

ইসিবি (দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইসিবি লেখে, ‘ইসিবি নিশ্চিত করছে যে লন্ডনে ১১ ডিসেম্বর (শনিবার) জফরা আর্চারের ২য় অস্ত্রোপচার হয়েছে তার ডান কনুইয়ে। এতে জানা গেছে তার ডান কনুইয়ে লম্বা সময় ধরে স্ট্রেস ফ্র্যাকচার ছিল।

সে কবে ক্রিকেটে ফিরতে পারবে তা সময় বলে দিবে। তবে জফরা শীতে ইংল্যান্ডের বাকি থাকা কোন সিরিজেই অংশ নিতে পারবে না।’

৯৭ ডেস্ক

Read Previous

মিঠুন-সৌম্যের ব্যাটে জয়ের পথে ওয়ালটন সেন্ট্রাল জোন

Read Next

প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দিলেন তৌহিদ হৃদয়

Total
0
Share