

কনুইয়ের ইনজুরির জেরে খুব সহজেই মাঠে ফেরা হচ্ছে না ইংল্যান্ডের গতি তারকা জফরা আর্চারের। ডান কনুইয়ের ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন এই গতি তারকা।
ইসিবি (দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।
An update on @jofraarcher‘s fitness ????
— England Cricket (@englandcricket) December 21, 2021
সংবাদ বিজ্ঞপ্তিতে ইসিবি লেখে, ‘ইসিবি নিশ্চিত করছে যে লন্ডনে ১১ ডিসেম্বর (শনিবার) জফরা আর্চারের ২য় অস্ত্রোপচার হয়েছে তার ডান কনুইয়ে। এতে জানা গেছে তার ডান কনুইয়ে লম্বা সময় ধরে স্ট্রেস ফ্র্যাকচার ছিল।
সে কবে ক্রিকেটে ফিরতে পারবে তা সময় বলে দিবে। তবে জফরা শীতে ইংল্যান্ডের বাকি থাকা কোন সিরিজেই অংশ নিতে পারবে না।’
Aaahh Jofra,,,we feel for you. Come back with renewed energy next summer. BLESS!!!!
— Ian Raphael Bishop (@irbishi) December 21, 2021