

ধর্ষণ কাণ্ডে যুক্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহের নামে। ১৪ বছরের একটি বালিকাকে ধর্ষণ ও হয়রানির অভিযোগে ইয়াসির ও তার বন্ধু ফারহানের নামে ইসলামাবাদ শালিমার পুলিশ স্টেশনে এফআইআর করা হয়েছে।
বন্দুক দেখিয়ে ফারহান ধর্ষণ করেছে বলে মেয়েটি অভিযোগ করেছে। এছাড়া ধর্ষণের ভিডিও আছে বলে মেয়েটিকে হয়রানিও করেছে ইয়াসিরের বন্ধু।
‘যখন আমি হোয়াটসঅ্যাপে ইয়াসিরকে ঘটনা সম্পর্কে বলি, সে আমার কথায় হেসে দেয় এবং বলে সে কমবয়সী মেয়েদের পছন্দ করে,’ এফআইআরে বর্ণিত ছিল।
যদি মেয়েটি পুরো ঘটনা সবার সামনে বলে দেয়, তবে ইয়াসির তার বড় ধরণের ক্ষতি করতে পারে বলে এফআইআরে উল্লেখ আছে।
‘ ইয়াসির বলেছে সে খুবই প্রভাবশালী ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তার সখ্যতা আছে। ইয়াসির শাহ ও ফারহান অপরিণত মেয়েদের ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে,’ মেয়েটি জানায়।
অভিযোগে আরও বলা হয়েছে, মেয়েটি পুলিশে অভিযোগ দেওয়ার পর ইয়াসির তাকে একটি ফ্ল্যাট কিনে দিবে বলে প্রস্তাব দেয় এবং পরবর্তী ১৮ বছরের সমস্ত ব্যয়ভার বহন করবে বলে আগ্রহ দেখায়।
Tags: ইয়াসির শাহ পাকিস্তান