

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলিয়া তাদের অ্যাশেজ স্কোয়াডে নতুন ক্রিকেটার অন্তর্ভূক্ত করেছে। স্কট বোলান্ড ঢুকেছেন অজিদের অ্যাশেজ স্কোয়াডে।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জামিয়েছে, ‘বোলান্ড অ্যাডিলেডে দলের সঙ্গে ট্রেনিং করছিল এবং স্কোয়াডে যুক্ত হয়েছে।’
Scott Boland has been added to Australia’s squad for the Boxing Day Test while the medical team assesses the fast bowling group following the second Test victory, @CricketAus announce pic.twitter.com/dhuXJk6XfE
— cricket.com.au (@cricketcomau) December 21, 2021
মার্শ শেফিল্ড শিল্ড ২০১৮-১৯ এর বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন স্কট বোলান্ড। ভিক্টোরিয়ার হয়ে এই গ্রীষ্মেও দারুণ ফর্মে আছেন তিনি। ২ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট।
জাতীয় দলের আবহে ঢোকার আগে ব্রিসবেনে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন বোলান্ড।
অ্যাডিলেডে পিংক বল টেস্টের আগে ব্রিসবেনে জশ হ্যাজেলউড সাইড স্ট্রেইনের চোটে পড়েন। এমতাবস্থায় তাকে আরও এক ম্যাচ বিশ্রাম দেওয়া হতে পারে।