

পিএসএল (পাকিস্তান সুপার লিগ) এর দল লাহোর কালান্দার্স পাকিস্তানের গতি তারকা শাহীন শাহ আফ্রিদিকে আসন্ন আসরের জন্য অধিনায়কের আর্মব্যান্ড দিয়েছে। শাহীন শাহ আফ্রিদি দায়িত্ব নিবেন সোহেল আক্তারের কাছ থেকে।
পিএসএল ২০১৮ তে লাহোর কালান্দার্সে ইমার্জিং ক্যাটাগরিতে সুযোগ পেয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পারফর্ম করে পিএসএলের চুক্তি বাগিয়ে নিয়েছিলেন আফ্রিদি।
একটি সংবাদ সম্মেলনে লাহোর কালান্দার্সের টপ ম্যানেজমেন্ট, প্রধান কোচ ও পরিচালক আকিব জাবেদ শাহীন শাহ আফ্রিদিকে প্রধান কোচ হিসাবে পরিচয় করিয়ে দেন।
Announcement of Captain Qalandar https://t.co/3RuBCcFB0c
— Lahore Qalandars (@lahoreqalandars) December 20, 2021
নিজের টুইটারে অধিনায়ক হবার পর উচ্ছ্বসিত শাহীন শাহ আফ্রিদি দেন আবেগী বার্তা। তিনি লেখেন, ‘কি দারুণ এক যাত্রা, আলহামদুলিল্লাহ! পিএসএলের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়াটা দারুণ সম্মানের। আমরা দল হিসাবে একত্রে খেলবো আমরা হৃদয় ও ট্রফি দুইই জিতব।’
What a humbling journey, Alhumdulillah!
It’s a huge honor to Captain @lahoreqalandars – the most popular franchise of @thePSLt20.
We’ll play together as a team and win both hearts and the trophy iA Thanks @sameenrana ,@atifnaeemrana & @AJavedOfficial bhai for the opportunity. pic.twitter.com/dPihe8hCNM
— Shaheen Shah Afridi (@iShaheenAfridi) December 20, 2021
অধিনায়কত্ব পেয়ে শুভেচ্ছা বার্তায় ভাসছেন শাহীন শাহ।
Extremely happy for #TheEagle of Pakistan @iShaheenAfridi. Great choice by @lahoreqalandars!
Shaheen, duaain saari tumhare saath hain, per hamari effort or mehnat @MultanSultans k saath hain 🙂 https://t.co/VHnf7rb97f
— Mohammad Rizwan (@iMRizwanPak) December 20, 2021
Congratulations @iShaheenAfridi on becoming the captain of @lahoreqalandars. Wishing for your success always. Looking forward to captaining against you for @IsbUnited in this season’s @thePSLt20. Lets give it our all on the field. pic.twitter.com/gcLdWTGosp
— Shadab Khan (@76Shadabkhan) December 20, 2021