
বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০২১-২২ এ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়ছে বিসিবি নর্থ জোন ও বিসিবি সাউথ জোন। ১ম দিনে বিসিবি নর্থ জোন দারুণ দিন কাটালেও দ্বিতীয় দিনে ঘুরে দাড়িয়েছে বিসিবি সাউথ জোন।
৪ উইকেটে ২৪৬ রান নিয়ে ১ম দিনের খেলা শেষ করে বিসিবি নর্থ জোন। ১২৬ রানে নাইম ইসলাম ও ৫৩ রান নিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত ছিলেন।
আজ আর ১১ রান করেই ফেরেন নাইম ইসলাম। ১৩৭ রানের ইনিংসের ইতি ঘটান নাসুম আহমেদ। ৭৬ রান করা মাহিদুল ইসলাম অঙ্কনকেও দ্রুত ফেরান নাসুম।
নর্থ জোনের লেজের দিকের ব্যাটসম্যানরা ঠিক নাসুমকে মোকাবেলা করতে পারেননি। আগেরদিন ১ উইকেট নেওয়া নাসুম আজ তুলে নেন আরও ৫ উইকেট।
মোহাম্মদ শরিফউল্লাহ ৯২ বলে ৫৬ রানের ইনিংস খেললে নর্থ জোন ৩৮৫ অব্দি যেতে পারে।
জবাব দিতে নেমে দ্রুতই মাইশুকুর রহমানের (৫) উইকেট হারায় সাউথ জোন। তবে চালিয়ে যাচ্ছিলেন অপর ওপেনার এনামুল হক বিজয়, ফেরেন অবশ্য ৩৫ রান করে।
এরপর দিনের বাকিটা সময় ভালোভাবেই সামলেছেন অমিত হাসান (৩১*) ও তৌহিদ হৃদয় (৩৯*)। ২ উইকেটে ১১২ রান করে দিন পার করেছে সাউথ জোন।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
বিসিবি নর্থ জোন ৩৮৫/১০ (১৩৮.৪), তামিম ০, ইমন ০, জুনায়েদ ১৫, নাইম ১৩৭, মার্শাল ৪৭, অঙ্কন ৭৬, আরিফুল ৩১, শরিফউল্লাহ ৫৬, সানজামুল ১৭, শফিকুল ০, নোমান ০*; নাহিদুল ১৭-৬-৩১-২, নাসুম ৪৪-৭-১২৬-৬, মেহেদী ২৩.৪-৭-৬৩-২
বিসিবি সাউথ জোন ১১২/২ (৩৯), বিজয় ৩৫, মাইশুকুর ৫, অমিত ৩১*, হৃদয় ৩৯*; শফিকুল ৮-১-২২-১, নোমান ৬-০-২৮-১
বিসিবি সাউথ জোন ২৭৩ রানে পিছিয়ে।