

বাবর আজমের ব্যাটিংয়ে অভিভূত পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম। ওয়াসিম আকরাম জানান তার মতে বর্তমানে বিশ্বের সেরা ৪ ব্যাটসম্যানের মধ্যে বাবর আছেন। বর্তমানে বাবর ক্রিকেটের তিন ফরম্যাটের র্যাংকিংয়ে সেরা অবস্থানে আছেন।
গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে বিশ্বের বড় বড় তারকাদের কাতারে নিজেকে ভিড়িয়েছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক। বর্তমানে র্যাংকিংয়ে ওয়ানডেতে ১, টি-টোয়েন্টিতে ৩ এবং টেস্টে ৯ নাম্বার অবস্থানে আছেন তিনি।
পিএসএলে বাবরের সাথে কাজ করেছিলেন আকরাম। জানান, বাবরের কার্যক্রম ও প্রতিভাই তাকে ধারাবাহিকভাবে রান করার উপক্রম যুগিয়েছে।
‘করাচি কিংসে আমি তার সাথে গত তিন বছর ধরে কাজ করেছি। আমি তার কার্যক্রমে মুগ্ধ। সে তার কাজে নিমগ্ন থাকে এবং নিজের পারফরম্যান্সে কখনই সন্তুষ্ট হয় না। ভালো অধিনায়কের লক্ষণ এটি। তার কঠোর পরিশ্রম ও প্রতিভা তাকে পারফর্ম করায় ধারাবাহিক করেছে,’ স্পোর্ট থ্রি সিক্সটিকে বলেন আকরাম।
‘এখন সে সেরা ৪ ব্যাটসম্যানের মধ্যে আছে। ভিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জো রুট ও বাবর ক্রিকেটের সেরা ৪ অবস্থানে আছে। কোহলি বাবরের সাথে শীর্ষে আছে।’
পাকিস্তানি কিংবদন্তি ব্যাটসম্যানদের সাথে বাবরকে তুলনায় আনেন আকরাম।
‘পাকিস্তানের ব্যাটিংয়ের ক্ষেত্রে যদি দেখেন, জহির আব্বাস থেকে শুরু হয়ে জাভেদ মিয়াদাদ, সেলিম মালিক, ইনজামাম উল হক, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ এবং এখন বাবর। একবিংশ শতাব্দী বাবরের জন্য বিরাজমান। তার আরও দেওয়ার মত অনেক কিছু আছে,’ আকরামের অভিমত।