

ব্ল্যাকক্যাপসরা ২০২২-২৩ এ দুইবার পাকিস্তান সফরে যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) যৌথভাবে এই ঘোষণা দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গেল মাসে দুবাইয়ে দুই দলের ক্রিকেট বোর্ড কর্তাদের সভার পর সিদ্ধান্ত হয়েছে যে কিউইরা ডিসেম্বর ২০২২ এ পাকিস্তান সফরে যাবে। জানুয়ারি, ২০২৩ অব্দি সেখানে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট ও আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগে ৩ টি ওয়ানডে খেলবে। এপ্রিলে ৫ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলতে আরেক দফা পাকিস্তানে যাবে তারা।
The team will tour Pakistan twice next season. Following successful meetings between the two administrations last month, tours were agreed for Dec 2022-Jan 2023 to play 2 WTC Tests & 3 ICC Super League ODIs – before returning in April for 5 ODIs & 5 T20s. https://t.co/rZ8YPJ4MS1
— BLACKCAPS (@BLACKCAPS) December 20, 2021
Brace yourselves! New Zealand to tour Pakistan for two Tests and three ODIs in December/January 2022-23 and will return in April 2023 for 10 white-ball matches. Exciting, right?#harhaalmaincricket pic.twitter.com/IRwgcOsYoq
— Pakistan Cricket (@TheRealPCB) December 20, 2021
প্রথম সফরটি এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) এর অংশ। অক্টোবরে নিউজিল্যান্ড যে পাকিস্তান সফর স্থগিত করেছিল দ্বিতীয় সফরটি তার বিকল্প।
দ্বিতীয় সফরে ২ টি ওয়ানডে বেশি রাখা হয়েছে। এফটিপির চলতি সাইকেলে এই সফর শেষ হবে।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান যে এনজেডসি পাকিস্তান সফর নিশ্চিত করতে পেরে খুশি।
তিনি বলেন, ‘ আমাদের সম্মানিত চেয়ারম্যান, রমিজ রাজা ও মার্টিন স্নেডেন দুবাইয়ে দারুণ ফলপ্রসু আলোচনা করেন, যা দুই সংস্থার সম্পর্ক মজবুত করেছে। পাকিস্তানে আবার যাবার সুযোগ তৈরি হওয়ায় ভালো লাগছে।’
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘আমি খুশি আলোচনা ও নেগোসিয়েশনের যে ফল এসেছে তা নিয়ে। মার্টিন স্নেডেন ও তার বোর্ডকে সাহায্যের জন্য ধন্যবাদ।’
‘এই সিদ্ধান্ত দুই বোর্ডের শক্ত, আন্তঋক ও ঐতিহাসিক সম্পর্কের উদাহরণ। এটা প্রমাণ করে ক্রিকেট পাড়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ সদস্য।’
সিরিজ চূড়ান্ত হলেও সূচি চূড়ান্ত হয়নি এখনো। পিসিবি ও এনজেডসি যৌথভাবে কাজ করে সূচি চূড়ান্ত করবে।