

আসন্ন অনূর্ধ-১৯ বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। বিশ্বকাপের মঞ্চে ইয়াশ ধুল নেতৃত্ব দিবেন ভারতীয় যুবাদের।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চারবারের শিরোপাজয়ী দল ভারত। ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৫ জানুয়ারি।
যুবাদের বিশ্বকাপের এবারের আসরে ১৬ দল মিলে খেলবে মোট ৪৮ ম্যাচ। এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে লড়বে টাইগার যুবারা।
Here’s India’s squad for ICC U19 Cricket World Cup 2022 squad ???? #BoysInBlue
Go well, boys! ???? ???? pic.twitter.com/im3UYBLPXr
— BCCI (@BCCI) December 19, 2021
Standby players:
Rishit Reddy – Hyderabad Cricket Association
Uday Saharan – Punjab Cricket Association
Ansh Gosai – Saurashtra Cricket Association
Amrit Raj Upadhyay – Cricket Association of Bengal
PM Singh Rathore – Rajasthan Cricket Association#BoysInBlue— BCCI (@BCCI) December 19, 2021
বিশ্বকাপের জন্য ভারতীয় যুবাদের স্কোয়াড-
ইয়াশ ধুল (অধিনায়ক), হারনুর সিং, এ রাঘুভানশি, এসকে রাশেদ (সহ অধিনায়ক), নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, আনেশ্বর গৌতম, দীনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্য যাদব (উইকেটরক্ষক), রাজ আঙ্গার বাওয়া, মানব পারাখ, কুশল তাম্বে, আরএস হাঙ্গারেগেকার, বসু ভাটস, ভিকি ওস্তোয়াল, রবিকুমার , গার্ভ সাংওয়ান।
স্ট্যান্ডবাই- রিশিত রেড্ডী, উদয় সাহারান, আনশ গোসাই, আমরিত রাজ উপাধ্যায়, পিএম সিং রাঠোড়।