অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ভারতের স্কোয়াড ঘোষণা

বিসিসিআইয়ের কোষাগারে সাড়ে ১৪ হাজার কোটি রুপি
Vinkmag ad

আসন্ন অনূর্ধ-১৯ বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। বিশ্বকাপের মঞ্চে ইয়াশ ধুল নেতৃত্ব দিবেন ভারতীয় যুবাদের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চারবারের শিরোপাজয়ী দল ভারত। ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৫ জানুয়ারি।

যুবাদের বিশ্বকাপের এবারের আসরে ১৬ দল মিলে খেলবে মোট ৪৮ ম্যাচ। এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে লড়বে টাইগার যুবারা।

বিশ্বকাপের জন্য ভারতীয় যুবাদের স্কোয়াড-

ইয়াশ ধুল (অধিনায়ক), হারনুর সিং, এ রাঘুভানশি, এসকে রাশেদ (সহ অধিনায়ক), নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, আনেশ্বর গৌতম, দীনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্য যাদব (উইকেটরক্ষক), রাজ আঙ্গার বাওয়া, মানব পারাখ, কুশল তাম্বে, আরএস হাঙ্গারেগেকার, বসু ভাটস, ভিকি ওস্তোয়াল, রবিকুমার , গার্ভ সাংওয়ান।

স্ট্যান্ডবাই- রিশিত রেড্ডী, উদয় সাহারান, আনশ গোসাই, আমরিত রাজ উপাধ্যায়, পিএম সিং রাঠোড়।

৯৭ ডেস্ক

Read Previous

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পরিবর্তিত সূচি প্রকাশ

Read Next

একবার নয়, দুইবার পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড

Total
0
Share