

আগামী ২৩ ডিসেম্বর শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচিতে এসেছে পরিবর্তন। প্রায় সব কিছু ঠিক থাকলেও, কিছু ম্যাচের সূচিতে এসেছে বদল। বাংলাদেশ যুব দলের গ্রুপ পর্বের ৩ টি ম্যাচের একটিতে সূচি বদলেছে।
আগের সূচি মতে গ্রুপ ‘বি’ তেই আছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত। ফাইনাল খেলার জন্য মোটামুটি সহজ গ্রুপই বলা যায়। যেখানে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
আগের সূচি মতেই ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর দুই সেমি ফাইনাল শেষে কোনো বিরতি থাকছেনা আগের মতোই।
বাংলাদেশের ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা ছিলো ২৩, ২৫ ও ২৮ ডিসেম্বর। নতুন সূচিতে যা অনুষ্ঠিত হবে ২৪, ২৫ ও ২৮ ডিসেম্বর। ২৪ ডিসেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রাকিব হাসানের নেতৃত্বাধীন টাইগার যুবারা।
বাংলাদেশের সবকটি ম্যাচই শারজাহহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবকটি ম্যাচই বাংলাদেশে সময় বেলা সাড়ে ১১ টায় মাঠে গড়াবে।
আগের সূচিতে উদ্বোধনী দিন ২৩ ডিসেম্বর মাঠে নামার কথা ছিলো ভারত, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও নেপালের। নতুন সূচিতে প্রথম দিন মাঠে নামছে ভারত, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও কুয়েত।
যুব এশিয়া কাপ ও জানুয়ারিতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ সামনে রেখে আগামীকাল (২০ ডিসেম্বর) দেশ ছাড়বে টাইগার যুবারা। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইনেও থাকতে হবে। অনুশীলনের সুযোগ পাবে ২২ ডিসেম্বর থেকে।
সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
২৩ ডিসেম্বর- ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, আইসিসি একাডেমি ওভাল-১, বেলা সাড়ে ১১টা
২৩ ডিসেম্বর- শ্রীলঙ্কা বনাম কুয়েত, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা
২৩ ডিসেম্বর- আফগানিস্তান বনাম পাকিস্তান, আইসিসি একাডেমি ওভাল-২, বেলা সাড়ে ১১টা
২৪ ডিসেম্বর- বাংলাদেশ বনাম নেপাল, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা
২৪ ডিসেম্বর- ভারত বনাম পাকিস্তান, আইসিসি একাডেমি ওভাল-২, বেলা সাড়ে ১১টা
২৫ ডিসেম্বর- বাংলাদেশ বনাম কুয়েত, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা
২৫ ডিসেম্বর- আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, আইসিসি একাডেমি ওভাল-১, বেলা সাড়ে ১১টা
২৬ ডিসেম্বর- শ্রীলঙ্কা বনাম নেপাল, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা
২৭ ডিসেম্বর- ভারত বনাম আফগানিস্তান, আইসিসি একাডেমি ওভাল-২, বেলা সাড়ে ১১টা
২৭ ডিসেম্বর- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, আইসিসি একাডেমি ওভাল-১, বেলা সাড়ে ১১টা
২৮ ডিসেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা
২৮ ডিসেম্বর- নেপাল বনাম কুয়েত, আইসিসি একাডেমি ওভাল-২, বেলা সাড়ে ১১টা
৩০ ডিসেম্বর- ১ম সেমিফাইনাল, আইসিসি একাডেমি ওভাল-১, বেলা সাড়ে ১১টা
৩০ ডিসেম্বর- ২য় সেমিফাইনাল, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা
৩১ ডিসেম্বর- ফাইনাল, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, বেলা সাড়ে ১১টা।