

অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও ব্যাটসম্যান রিকি পন্টিং চটেছেন কেভিন পিটারসেনের ওপর। মূলত নাথান লায়নের বোলিং নিয়ে মন্তব্য করে পন্টিংয়ের রোষানলে পড়েছেন পিটারসেন।
অ্যাডিলেড ওভালে চলছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। পিংক বলের টেস্টে সুবিধাজনক অবস্থায় নেই সফরকারী ইংল্যান্ড। ১ম ইনিংসে ৩ উইকেট পান নাথান লায়ন।
টুইটারে ইংলিশ ব্যাটসম্যানদের ভর্ৎসনা করেন পিটারসেন। নাথান লায়নের কোন ভ্যারিয়েশন নেই বলে কটাক্ষ করেন তিনি।
পিটারসেন লেখেন, ‘কেউ কি দয়া করে লায়নের ওপর চড়াও হবে? কোন ভ্যারইয়েশন ছাড়া অফ স্পিনার এবং সে বল করছে বিশ্বের সবচেয়ে ফ্ল্যাট উইকেটে।’
Can SOMEONE please smack Lyon?!?!! FFS!
Off spinner with zero variations and bowling on world crickets flattest road!!!! #Ashes— Kevin Pietersen🦏 (@KP24) December 18, 2021
কেভিন পিটারসেনের এই টুইটের প্রতিক্রিয়া জানাতে রিকি পন্টিং পিটারসেনকে লায়নের টেস্ট স্ট্যাট মনে করিয়ে দেন, এছাড়া তার রেকর্ডও সামনে আনেন।
পন্টিং বলেন, ‘৪০০ টেস্ট উইকেট আছে লায়নের। লায়ন পিটারসেনকে ১৬৩ রান খরচে ৪ বার আউট করেছে। বিশ্বের সবচেয়ে ফ্ল্যাট উইকেট অ্যাডিলেড ওভালে কেভিন তার বলে ২৩ বলে ১৪ রান করতে পেরেছে, যেখানে ১৫ টা ডট ও কেবল ১ বাউন্ডারি।’
উল্লেখ্য, ব্রিসবেনে নাথান লায়ন মাত্র ১৭তম বোলার হিসাবে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। টেস্টে অজিদের হয়ে ৩য় সর্বোচ্চ উইকেটের মালিক।