অ্যাশেজ: অ্যাডিলেডে করোনার হানা

অ্যাশেজ: অ্যাডিলেডে করোনার হানা
Vinkmag ad

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রণ আসার পর থেকে বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়েছে, অস্ট্রেলিয়াতেও বাড়ছে কোভিড সংক্রমণ। সিডনি ও ব্রিসবেনে রোজ বাড়ছে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা। যদিও অ্যাশেজের চলমান টেস্ট হচ্ছে অ্যাডিলেড ওভালে।

ক্রিকেট অস্ট্রেলিয়া ৪ মাত্রার প্রটোকল রেখেছে যেখানে ক্রিকেটাররা ভক্তদের অটোগ্রাফ দিতে পারছেন না। এরই মধ্যে খারাপ খবর এসেছে ৪র্থ দিনের সকালে। ব্রডকাস্ট ক্রু’র এক সদস্য করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।

এছাড়া জানা গেছে একজন সাংবাদিক যিনি কিনা শনিবার খেলা শেষে ডেভিড মালানের সাক্ষাৎকার নিয়েছেন তিনিও করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।

ফক্স স্পোর্টস এক প্রতিবেদনে বলে, ‘অস্ট্রেলিয়ার পিটার লালর জানান বিসিসির এক স্টাফ মেম্বার করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। রবিবার তাই মিডিয়াতে প্রবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।’

৯৭ ডেস্ক

Read Previous

লখনৌ’র মেন্টর হলেন গৌতম গম্ভীর

Read Next

দফায় দফায় বাধা শেষে অনুশীলনে ফিরতে রোমাঞ্চিত শরিফুলরা

Total
52
Share