

আসন্ন আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) জন্য নতুন দল হিসাবে অন্তর্ভূক্ত হয়েছে লখনৌ। তবে আগেভাগেই ঘর গুছিয়ে নিচ্ছে তারা। প্রধান কোচের পর এবার দলের মেন্টর নিয়োগ দিয়েছে তারা। ভারতের সাবেক ওপেনার, আইপিএলে শিরোপা জেতা অধিনায়ক গৌতম গম্ভীরকে দলের মেন্টর করেছে লখনৌ।
গৌতম গম্ভীরের মেন্টর হবার খবর নিশ্চিত করেছেন লখুনৌ এর মালিক সঞ্জীব গোয়েনকা। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে গোয়েনকা বলেন,
‘হ্যা, আমরা গৌতম গম্ভীরকে নিয়েছি। আমি তার ক্রিকেটীয় জ্ঞানকে শ্রদ্ধা করি, তার সাথে কাজ করতে মুখিয়ে আছি।’
নিজের টুইটারে এই খবর নিশ্চিত করেন গৌতম গম্ভীরও।
তিনি লিখেন, ‘এই আয়োজনে আবারও আসতে পারা দারুণ। ডক্টর গোয়েনকাকে ধন্যবাদ লখনৌ দলে আমাকে মেন্টর হিসাবে অন্তর্ভূক্ত করার জন্য। বিজয়ী হবার নেশা এখনও আমাকে উদ্বেলিত করে। ড্রেসিং রুমে সবার স্পিরিট বাড়ানোর কাজ করব আমি।’
It’s a privilege to be in the contest again. Thanks Dr.Goenka for incl me in #LucknowIPLTeam as its mentor.The fire to win still burns bright inside me, the desire to leave a winner’s legacy still kicks me. I won’t be contesting for a dressing room but for the spirit & soul of UP
— Gautam Gambhir (@GautamGambhir) December 18, 2021