রিজওয়ানের কাছ থেকে শিখতে তর সইছে না সারাহ টেইলরের

রিজওয়ানের কাছ থেকে শিখতে তর সইছে না সারা
Vinkmag ad

সাসেক্সের নতুন সাইনিং পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ইংল্যান্ড নারী দলের ক্রিকেটার সারাহ টেইলর। ২০২২ মৌসুমের জন্য কাউন্টি ক্রিকেট দল সাসেক্সে যুক্ত হয়েছেন রিজওয়ান। বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করে দলটি।

এপ্রিলে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের পর রিজওয়ান সাসেক্সে যোগ দিবেন। প্রথম শ্রেণীর কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও মধ্য জুলাই পর্যন্ত টি-টোয়েন্টি ব্লাস্টে দলটির হয়ে খেলবেন তিনি।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিংয়ে ৪৩ এরও বেশি গড় ২৯ বছর বয়সী রিজওয়ানের। আন্তর্জাতিকে ১৯ টেস্টে ৪২ এর বেশি গড়ে প্রায় ১০০০ রান রয়েছে তার।

সাসেক্স দলের সাথে যুক্ত সারাহ জানান, রিজওয়ানের কাছ থেকে শিখতে উন্মুখ হয়ে আছেন তিনি।

‘রিজওয়ানের কাছ থেকে শিখতে আমার আর তর সইছে না। দুর্দান্ত সাইনিং,’ টুইটারে বলেন সারাহ।

৯৭ ডেস্ক

Read Previous

লখনৌ’র প্রধান কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

Read Next

ইংল্যান্ডকে ফলো অন না করিয়ে জয়ের পথে অস্ট্রেলিয়া

Total
0
Share