নিউজিল্যান্ড সিরিজের উপর ঝুলছে বিপিএল, কমতে পারে দল ও ভেন্যু

বিপিএল ট্রফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি, ভেন্যু নিয়ে অনানুষ্ঠানিক কিছু কার্যক্রম দেখা গেলেও আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও কয়েকদিন। মূলত বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের উপরই নির্ভর করছে বিপিএল কীভাবে আয়োজন হবে সেটি।

এবারের বিপিএল ৬ টি দল নিয়ে শুরু করার পরিকল্পনা ছিলো বিসিবির। ইতোমধ্যে আগ্রহী ৮ প্রতিষ্ঠানের কোন ৬ টি ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাচ্ছে তাও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূল ধারার গণ মাধ্যমেও। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল বলছে তারা এখনো চূড়ান্ত করেনি কাদের দিচ্ছেন মালিকানা।

এবার সে পথে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে নিউজিল্যান্ড সিরিজ। বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করা বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন মেয়াদ বেড়েছে। দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ যে করোনা পজিটিভ। এমনকি ২১ ডিসেম্বর আরেক দফা করোনা পরীক্ষা শেষে জানা যাবে সিরিজের ভাগ্যই।

কিন্তু নতুন করে সূচি বদলে সিরিজটি মাঠে গড়ালে বিপিএল শুরু করাতে আসতে পারে পরিবর্তন। অন্যদিকে বিপিএল পেছালে মার্চে আফগানিস্তানের বাংলাদেশ সফরেও পড়তে পারে প্রভাব। সেক্ষেত্রে বিপিএলে দল ও ভেন্যু কমিয়ে সময় বাঁচানোর ভাবনাও আছে বিসিবির। কিন্তু সবই নির্ভর করছে ২১ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের করোনা পরীক্ষার উপর।

পরিচালকদের সাথে বৈঠক শেষে এ প্রসঙ্গে মিরপুরে আজ (১৮ ডিসেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সমস্যা হচ্ছে বিপিএল। এই সিরিজ (নিউজিল্যান্ড) হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। কাজেই এটার সাথে বিপিএলের কোনো তুলনাই হয়না। আবার আফগানিস্তান যে আসছে ওটা আবার ওয়ানডে সুপার লিগের। সুতরাং এগুলোর সাথে মেলালে বিপিএলটা গুরুত্বপূর্ণ না। কিন্তু বিপিএলটা আমাদের দরকার। বিপিএল আমাদের দরকার কারণ আমাদের এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে।’

‘কীভাবে করব বিপিএল? কতটুক সময় পাব? আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারে- যারা ওখানে আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর ২-৪ দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।’

‘৩টা ভেন্যুর জন্য ৬ দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা ২ দিন বাঁচাতে পারি। ৬টির জায়গায় ৫টি দল করলে আমরা ৪-৫ দিন সময় পাই। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারব। বিপিএল কীভাবে করব এটাও আমরা ২১ তারিখ সিদ্ধান্ত নিব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

টাইগারদের নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য ঝুলছে আরেক দফা করোনা পরীক্ষার উপর

Read Next

দক্ষিণ আফ্রিকায় কোহলির ডেপুটি লোকেশ রাহুল

Total
0
Share