দক্ষিণ আফ্রিকায় কোহলির ডেপুটি লোকেশ রাহুল

দক্ষিণ আফ্রিকায় কোহলির ডেপুটি লোকেশ রাহুল
Vinkmag ad

ভিরাট কোহলির তিন ফরম্যাটের অধিনায়কত্বের যুগ পার করে নতুন যুগে প্রবেশ করেছে ভারতীয় ক্রিকেট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক এখন রোহিত শর্মা। টেস্টে ভিরাট কোহলি অধিনায়ক থাকলেও তার ডেপুটি হিসাবে নেই আজিঙ্কা রাহানে। সেই চেয়ার এখন রোহিত শর্মার।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে নেই রোহিত শর্মা। তাই ভারতের সহ অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা ছিল। সেই ইস্যুতে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)।

বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে প্রোটিয়াদের বিপক্ষে ভিরাট কোহলির ডেপুটি থাকবেন লোকেশ রাহুল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড-

ভিরাট কোহলি (অধিনায়ক), প্রিয়াঙ্ক পাঞ্চাল, লোকেশ রাহুল (সহ অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রীত বুমরাহ, শারদুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজ।

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর সূচিঃ

১ম টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর ‘২১ – সেঞ্চুরিয়ান
২য় টেস্ট: ৩-৭ জানুয়ারি ‘২২ – জোহানেসবার্গ
৩য় টেস্ট: ১১-১৫ জানুয়ারি ‘২২ – কেপ টাউন

১ম ওয়ানডে: ১৯ জানুয়ারি ‘২২ – পার্ল
২য় ওয়ানডে: ২১ জানুয়ারি ‘২২ – পার্ল
৩য় ওয়ানডে: ২৩ জানুয়ারি ‘২২ – কেপ টাউন।

৯৭ ডেস্ক

Read Previous

নিউজিল্যান্ড সিরিজের উপর ঝুলছে বিপিএল, কমতে পারে দল ও ভেন্যু

Read Next

লখনৌ’র প্রধান কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

Total
0
Share