

বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারতীয় টেস্ট অধিনায়ক ভিরাট কোহলির দেওয়া বিবৃতি নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন গাঙ্গুলি বলেছেন তার এই বিষয়ে কিছুই বলার নেই এবং ক্রিকেট বডি এই পরিস্থিতি সামাল দিবে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সৌরভ গাঙ্গুলি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এই ইস্যুকে আর না বাড়াই। আমার কিছুই বলার নেই। এটা বিসিসিআই এর ব্যাপার এবং কেবল তারাই এই ইস্যু সামাল দিবে।’
গেল ১৫ ডিসেম্বর ভিরাট কোহলি সৌরভ গাঙ্গুলির কথা সত্য নয় বলে জানান। তিনি জানান তার ও বিসিসিআই সিলেকশন কমিটির সঙ্গে কোন আলাপ হয়নি। এবং বিসিসিআইয়ের কেউই তাকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবার জন্য বলেনি।
কোহলির ভাষায়, ‘সিদ্ধান্ত (কোহলির ওয়ানডে অধিনায়কত্ব ছাড়িয়ে নেওয়া) নেবার আগে আমার সঙ্গে যে আলাপের কথা বলা হয়েছে তা সত্য নয়। টেস্ট দল নির্বাচনের মিটিংয়ে আমাকে দেড় ঘন্টা আগে জানানো হয়। এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর থেকে আমার সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি।’
ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি এএনআইকে বলেছিলেন তিনি কোহলিকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়তে বলেছিলেন।
গাঙ্গুলির ভাষায়, ‘ভিরাটকে ওয়ানডে অধিনায়কের চেয়ার থেকে সরানোর সিদ্ধান্ত বিসিসিআই ও নির্বাচকদের। বিসিসিআই ভিরাটকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব না ছাড়তে বলেছিল। তবে সে সেটা মানেনি। পরে নির্বাচকরা ভেবেছে সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়ক থাকা উচিৎ না।’